দিনাজপুর: দিনাজপুর সদরে জমিজমা বিরোধের জেরে ছোট ভাই ফরিদুল ইসলামের ছুরিকর আঘাতে বড় ভাই আব্দুস সালাম(৫৩) খুন হয়েছেন।
বৃহস্পতিবার( ৬ আগস্ট) সকাল ৭টার দিকে দিনাজপুর সদরের পুলহাট হামজাপুর গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।
নিহত আব্দুস সালাম ও খুনি ফরিদুল ইসলাম উভয়েই দিনাজপুর সদর উপজেলার পুলহাট হামজাপুর গ্রামের বদু মোহাম্মদের ছেলে ।
নিহত আব্দুস সালামের ছেলে ফাতাউদ জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বুধবার রাতে আমার বাবা-চাচা আর ফুফুরা মিলে জমিজমার বিষয় নিয়ে চাচার বাড়িতে বৈঠক বসেন। বৈঠক চলাকালে একপর্যায়ে আমার ছোট চাচা ফরিদুল ইসলাম উত্তেজিত হয়ে ফুফুদের মারধর শুরু করেন।সেসময় চাচা ফরিদুল ইসলাম আমার বাবা ও দুই চাচার উপরও হামলা চালান।
পরে উক্ত ঘটনার জের ধরে বৃহস্পতিবার ভোরে ছোট চাচা ফরিদুল ইসলাম আবারো বাবাকে কুপিয়ে জখম করেন। সেসময় বাবাকে গুরুতর আহত অবস্থায় দ্রুত দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক বাবাকে মৃত ঘোষনা করেন ।
দিনাজপুর কোতয়ালী থানার ওসি মোজাফ্ফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।এবিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে।
তিনি বলেন, দোষীকে অবশই আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।
আরসিএন ২৪ বিডি ডটকম/ ৬ আগস্ট ২০২০
আপডেট সময়: ৯ : ১০ পি এম / এএফ