কুড়িগ্ৰাম : কুড়িগ্রামের রৌমারীতে ইয়াবা বিক্রির সময় দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করেছে র্যাব – ১৪।
গত মঙ্গলবার ( ৫ জানুয়ারি ) রাতে রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইয়াবা বিক্রির সময় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় । এ সময় তাদের কাছ থেকে ২০৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো- উপজেলার বন্দবেড় ইউনিয়নের বাগুয়ারচরের আব্দুস সালামের ছেলে রফিকুল ইসলাম, রৌমারী ইউনিয়নের চর ফুলবাড়ির জিয়াদ আলীর ছেলে জাইদুল ইসলাম।
র্যাব-১৪ এর জামালপুর সিপিসির কমান্ডার এএসপি সবুজ রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে রৌমারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইয়াবা বিক্রির সময় অভিযান চালিয়ে ২০৮৫ পিস ইয়াবা উদ্ধারসহ রফিকুল ও জাইদুলকে গ্রেফতার করা হয়েছে।পরবর্তীতে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে রৌমারী থানায় হস্তান্তর করা হয়েছে।
- বাংলাদেশে প্রথম করোনার টিকা নিয়েছেন নার্স রুনু
- পীরগঞ্জে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
- রংপুরে নকল সার তৈরির কারখানায় অভিযান
- বিরলে ট্রাক চাপায় ৩ জন মোটরসাইকেল আরোহী নিহত
- রোগীদের অমানবিক নির্যাতনের অভিযোগে বিক্ষোভ
রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোন্তাছের বিল্লাহ জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেছে র্যাব। পরবর্তীতে বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আরসিএন ২৪ বিডি. কম / ৭ জানুয়ারি ২০২১
এ এফ