রংপুর : রমেক হাসপাতালের ঔষধ অবৈধ ভাবে চুরিকরে পাচারকালে শিরিন বেগম(৩৬) নামে এক নারীকে আটক করেছে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ ( ডিবি পুলিশ)।
বৃস্পতিবার (২৪ ডিসেম্বর ) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেট এলাকা থেকে চোরাই ঔষধসহ হাতেনাতে তাকে আটক করা হয় ।
আটককৃত শিরিন বেগম রংপুর মহানগরীর ১৬নং ওয়ার্ডের কেল্লাবন্দের বাসিন্দা আবু বক্করের স্ত্রী। এসময় তার কাছে বিপুল পরিমানে ঔষধ উদ্ধার করেছে ডিবি পুলিশ।
পুলিশ সূত্রমতে, রংপুর আরপিএমপি গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠকের নেতৃত্বে একদল চৌকস গোয়েন্দা দল বৃহস্পতিবার দুপুরে রংপুর মহানগরীর ১৬নং ওয়ার্ডের কেল্লাবন্দের বাসিন্দা আবু বক্করের স্ত্রী মোছাঃ শিরিন বেগমকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পূর্ব গেট থেকে বস্তায় করে চোরাই ওষুধ পাচারকালে হাতেনাতে আটক করা হয়।

গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রংপুর মেডিকেল কলেজ দীর্ঘদিন যাবৎ রোগীদের জন্য সরবরাহকৃত সরকারী বিভিন্ন ধরনের ঔষধ বিভিন্ন জনের মাধ্যমে নগরীর বিভিন্ন বে-সরকারী হাসপাতাল ও ক্লিনিকের ফার্মাসিতে বিক্রয় করে থাকেন। তিনি আরো জানান, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের রোগীদের সরকারী সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত করে ঔষধ এভাবে চুরি করে অন্যত্র বিক্রি করেন তারা।
- শুক্রবার জান্নাতে বাজার বসে
- মিঠাপুকুরে গাঁজা গাছসহ গ্রেফতার ২
- রংপুরে নকল চিপস ও খাদ্যপণ্য তৈরি কারখানায় অভিযান
- রাজশাহী :ট্রাফিক পুলিশের সার্জেন্ট কে হামলার ঘটনায় একজন গ্রেফতার
- গৃহকর্মী রেখাকে ঠাকুরগাঁও থেকে গ্রেফতার
তিনি আরও বলেন,তাই সরকারী সম্পদ রক্ষায় উদ্ধর্তন কর্মকর্তার নির্দেশে পুলিশ নিজেই বাদি হয়ে একটি মামলা দায়ের করবে।
আরসিএন ২৪ বিডি. কম / ২৪ ডিসেম্বর ২০২০
এ এফ