রংপুর : রংপুররে পৃথক এলাকায় ২ টি নকল প্রসাধনি কারখানায় অভিযান চালিয়ে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ(ডিবি) পুলিশ ।
বুধবার (২৪ ফেব্রুয়ারি) রংপুর নগরীর শালবন মিস্ত্রি ও কেরানীপাড়া স্টাফ কোয়াটার এলাকায় অভিযান পরিচালনা করা হয় । উক্ত অভিযানে দুই কারখানা থেকে প্রায় পাঁচ লাখ টাকার নকল প্রসাধনী জব্দ করেছে পুলিশ। সেই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুজনকে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ঘটনা-১ঃ আজ রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ এর অতিরিক্ত উপ পুলিশ কমিশনার( ডিবি)উত্তম প্রসাদ পাঠক এর নেতৃত্বে পরিদর্শক (নিঃ)এবিএম ফিরোজ ওয়াহিদ সঙ্গীয় ফোর্সসহ আরপিএমপি কোতয়ালী থানা এলাকায় ভেজাল বিরোধী অভিযানে শালবন মিস্ত্রি পাড়াস্থ মোঃ রফিকুল ইসলাম এর বাসার ভাড়াটিয়া মোঃ মিজানুর রহমান এর বাসায় নির্বাহী ম্যাজিস্ট্রেট তনুকা ভৌমিক এর উপস্থিতিতে বিপুল পরিমান নকল প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত নকল প্রসাধনিগুলো হলো-
নকল জনসন প্রসাধনী যাহাতে নিজেদের তৈরি লেবেল লাগানো- ১) বেবি সোপ, ২) বেবি ওয়েল, ৩) বেবি পাউডার, ৪) বেবি লোশন, ৫) অলিভ ওয়েল, ৬) বেবি সেম্পু এবং ৭) ক্লিন এন্ড ক্লিয়ার।
নকল কুমারিকা (যাহাতে নিজেদের তৈরি লেভেল, মুল্য তালিকা তৈরি সাল মেয়াদোত্তীর্ণ সাল বসানো- তেল।
নকল ডাবর আমলা (যাহার বোতলের/ পেকেটের গায়ে নিজেদের তৈরি লেভেল লাগানো- ডাবর আমলা তেল।
নকল ভিট ( যাহা নিজেদের তৈরি মোড়ক)- ১) ভিট হেয়ার রিমুভার এবং ২) নকল শিশা তেল এবং বিভিন্ন লেভেল স্টিকার জব্দ করা হয়। (উদ্ধারকৃত পণ্যের সর্বমোট মূল্য প্রায়- ২ লক্ষ টাকা)যা পরবর্তীতে ধ্বংস করা হয়।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তনুকা ভৌমিক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বাড়ির ভাড়াটিয়া রংপুর নগরের শালবন মিস্ত্রিপাড়া এলাকায় রফিকুল ইসলামের বাড়ির ভাড়াটিয়া তারাগঞ্জ হারিয়ালকুঠি এলাকার মোঃ আব্দুস সাত্তারের ছেলে মোঃ মিজানুর রহমান (২৮) কে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪১ ধারার বর্নানা মতে ১৫০০০/-টাকা জরিমানা অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড আদেশ দেন।
ঘটনা-২ঃ অপর দিকে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ এর অতিরিক্ত উপ পুলিশ কমিশনার( ডিবি)উত্তম প্রসাদ পাঠক এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) জনাব এবিএম ফিরোজ ওয়াহিদ সঙ্গীয় ফোর্সসহ আরপিএমপি কোতয়ালী থানা এলাকায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করে কেরানীপাড়া স্টাফ কোয়াটার সংলগ্ন মেহেদী হাসান এর ভাড়া বাসায় অভিযান নির্বাহী ম্যাজিস্ট্রেট তনুকা ভৌমিক এর উপস্থিতিতে বিপুল পরিমান নকল প্রসাধনী সামগ্রী উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত নকল প্রসাধনিগুলো হলো-
নকল জনসন প্রসাধনী যাহাতে নিজেদের তৈরি লেবেল লাগানো- ১) বেবি সোপ, ২) বেবি ওয়েল, ৩) বেবি পাউডার, ৪) বেবি লোশন, ৫) অলিভ ওয়েল, ৬) বেবি সেম্পু এবং ৭) ক্লিন এন্ড ক্লিয়ার।
নকল কুমারিকা (যাহাতে নিজেদের তৈরি লেভেল, মুল্য তালিকা তৈরি সাল মেয়াদোত্তীর্ণ সাল বসানো- ১) তেল, ২) সেন্ট/ স্প্রে, ৩) হেয়ার কালার, ৪) হেয়ার ওয়েল, ৫) হেয়ার রিমুভার।
- কঠোর লকডাউনে রংপুর
- জেএমবি দুই সদস্যকে আটক-ঠাকুরগাঁও
- সবাইকে ঘরে বসে নববর্ষ উদযাপন করার পরামর্শ -প্রধানমন্ত্রী
- ‘শিশু বক্তা’ রফিকুল নিয়মিত পর্নো ভিডিও দেখতেন
- ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ৬৯ জনের মৃত্যু
নকল ডাবর আমলা (যাহার বোতলের/ পেকেটের গায়ে নিজেদের তৈরি লেভেল লাগানো)- ডাবর আমলা তেল এবং বিভিন্ন লেভেল স্টিকার জব্দ করা হয়। (উদ্ধারকৃত পণ্যের সর্বমোট মূল্য প্রায়- ৩ লক্ষ টাকা)যা পরবর্তীতে ধ্বংস করা হয়।

এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট তনুকা ভৌমিক বাড়ির ভাড়াটিয়া মিঠাপুকুর বৈরাতির হাট এলাকার মোঃ ফয়জার রহমানের ছেলে মোঃ মেহেদী হাসান (৩৮) কে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৪১ ধারার বর্নানা মতে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড আদেশ দেন।
উল্লেখ্য যে, রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল ধরনের অবৈধ কার্যক্রম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রনে আরপিএমপি গোয়েন্দা বিভাগ (ডিবি) টিমের অভিযান অব্যাহত থাকবে।
আরসিএন ২৪বিডি. কম /২৪ফেব্রুয়ারি ২০২১
এ এফ