রংপুর : রংপুরে পৃথক অভিযানে ৭ বোতল ফেন্সিডিল ও ১০ পিস ইয়াবা উদ্ধার এবং ০৩ জন দালালসহ মোট ০৬ জন আসামীকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশ ।
সোমবার (২২ ফেব্রুয়ারী) গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ এর অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক এর অপারেশন পরিকল্পনায় মহানগরী এলাকায় ২ টি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
ঘটনা-১ঃ গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পরিদর্শক এবিএম ফিরোজ ওয়াহিদ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহায়তায় মহানগরী এলাকায় মাদক বিরোধী অভিযানকালে আরপিএমপি তাজহাট থানাধীন ২৮ নং ওয়ার্ডস্থ আশরতপুর চকবাজার এলাকার ঈদগাহপাড়াস্থ মোঃ টুকু মিয়ার ছেলে আসামী মোঃ মানিক মিয়া (৩৫) এর বসতবাড়ীর প্রধান প্রবেশ পথের সামনে থেকে ০৫ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে তাজহাট থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে ।
ঘটনা-২ঃ গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ গোলাম মোর্শেদ এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আরপিএমপি কোতয়ালী থানা এলাকায় বিশেষ অভিযানে কোতয়ালী থানাধীন ২০ নং ওয়ার্ডস্থ উত্তর মুন্সিপাড়া, কোর্ট দশতলা বিল্ডিং এর গলিতে মোঃ আতিকুর রহমান সমুন এর বসত বাড়ীর ভিতরে অভিযান পরিচালনা করে ১০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ২ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ দুইজন কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীরা হলো – রংপুর ২০ নং ওয়ার্ডের উত্তর মুন্সিপাড়া এলাকার মোঃ আলতাফুর রহমানের ছেলে মোঃ আতিকুর রহমান প্রকাশ সুমন (৩৮) ও ১৪ নং ওয়ার্ডের দেওডোবা কামার পাড়া এলাকার মৃত মনছুর আলীর ছেলে মোঃ জয়নাল আবেদীণ জাদু (৪২)।
- রংপুরে ৪৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
- হারাগাছ পৌরসভা নির্বাচনে বিজয়ী হলেন স্বতন্ত্রপ্রার্থী
- সৈয়দপুর পৌর নির্বাচনে সহিংসতায় নিহত ১, আহত ২
- পীরগঞ্জে বিপিডিএ এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
- পুলিশ ও ছাত্রদলের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।
ঘটনা-৩ঃ গত রবিবার ২১ ফেব্রুয়ারী রংপুর মহানগরী বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে ১ জন মাদকসেবী এবং রংপুর মহানগরীতে বিভিন্ন হাসপালের সামনে থেকে রোগীদের চিকিৎসা প্রদানে বাধা প্রদানকারী দালাল সদস্যের ২ সদস্যসহ মোট ০৩ জনকে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য , রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল ধরনের অবৈধ কার্যক্রম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রনে আরপিএমপি গোয়েন্দা বিভাগ (ডিবি) টিমের অভিযান অব্যাহত থাকবে।
আরসিএন ২৪বিডি. কম / ২২ ফেব্রুয়ারী ২০২১
এ এফ