রংপুর : রংপুরে মাদক বিরোধী পৃথক অভিযানে মাদকসহ পাঁচ আসামীকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশ ।
শনিবার (২৩ জানুয়ারি) গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি) এর উপ- পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনে মিনানের নির্দেশনায় অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠক এর অপারেশন পরিকল্পনায় রংপুর মহানগরীর পৃথক পৃথক জায়গায় ০৩ টি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ০১ কেজি গাঁজা, ১০ বোতল ফেন্সিডিল ও ০৩ জন মাদক ব্যবসায়ীসহ মোট ০৫ জন আসামীকে গ্রেফতার করা হয়।
ঘটনা ১ : পুলিশ পরিদর্শক এবিএম ফিরোজ ওয়াহিদ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ তাজহাট থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করাকালে উক্ত থানাধীন মডার্ন মোড়স্থ ইরফান হোটেলের সামনে নেশা জাতীয় মাদকদ্রব্য ০১ (এক) কেজি শুকনো গাঁজা বিক্রয় উদ্দেশ্য নিজ হেফাজতে রাখার অপরাধে লালমনিরহাট হাতিবান্ধার উত্তর ধুবনি এলাকার মোঃ ইস্পাহানীর পুত্র মোঃ সাইদুর রহমান (২৫) কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে তাজহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ ধারায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

ঘটনা ২ : এসআই (নিঃ) মোঃ আবু ছাইয়ুম তালুকদার এর নেতৃত্বে এএসআই মোঃ আলতাফ হোসেন, এএসআই আবু তৈয়ব এবং সঙ্গীয় ফোর্সের সহায়তায় কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করাকালে উক্ত থানাধীন ৩০ নং ওয়ার্ডস্থ সাতমাথা রেলক্রসিং সংলগ্ন মরিয়ম চক্ষু হসপিটাল এর সামনে চলাচলের পাকা রাস্তার উপর থেকে ১০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ রংপুর মাহিগঞ্জের তৈয়ব ইউপি কল্যানি এলাকার মোঃ জহুর মিয়ার ছেলে মোঃ ইউনুস আলী (৩২) কে গ্রেফতার করা হয়।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন-২০১৮ ধারায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
- মুক্তিযুদ্ধের প্রথম শহীদ স্মরণে শঙ্কু দিবস পালন
- ২৪ ঘণ্টায় ০৫ জনের মৃত্যু
- অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে অপহৃত ব্যবসায়ী উদ্ধার
- রংপুরে ভেজাল খাবার প্রতিরোধে অভিযান
- গাছ পড়ে যুবক নিহত-আদিতমারী
ঘটনা ৩ : পুলিশ পরিদর্শক নিঃ মোঃ মোতালেব হোসেন এর নেতৃত্বে এসআই (নিঃ) তছলিম উদ্দিন আহমেদ, এসআই (নিঃ) গোলাম মোর্শেদ, এসআই (নিঃ) নাজমুল ইসলাম সঙ্গীয়ফোর্সের সহায়তায় কোতয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে উক্ত থানাধীন জুম্মাপাড়া আলহেরা একাডেমি, সরকারী প্রাথমিক বিদ্যালয়,ও বেগম রোকেয়া উচ্চ বিদ্যালয়, এর বাউন্ডারি প্রাচিরের ভিতরে নেশা জাতীয় মাদকদ্রব্য গাঁজা সেবনের প্রস্তুতি গ্রহনের সময় ৩ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো -রংপুর জুম্মাপাড়া এলাকার মৃত ওয়াজেদ আলীর ছেলে মোঃ মিন্টু মিয়া(৩২), একই এলাকার মৃত হাবিব হোসেনের ছেলে মোঃ সাব্বির হোসেন(৩৭) ও মৃত আফতাব হোসেনের ছেলে মোঃ শাহীন আলম(৩৮) ।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কোতয়ালী থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
উল্লেখ্য যে রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল ধরনের অবৈধ কার্যক্রম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রনে আরপিএমপি গোয়েন্দা বিভাগ (ডিবি) টিমের অভিযান অব্যাহত থাকবে।
আরসিএন ২৪ বিডি. কম / ২৩ জানুয়ারি ২০২১
এ এফ