নীলফামারী : নীলফামারীর জলঢাকায় কাপড় ব্যবসায়ীকে হত্যা চেষ্টার অভিযোগে ছাত্রলীগের সাধারণ সম্পাদকসহ তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (৩ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় নীলফামারী জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমান এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায়।
এরআগে,শনিবার (২ জানুয়ারি) গভীর রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিরা হলো- জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজওয়ান প্রামানিক (২২), জলঢাকা পৌর এলাকার মাথাভাঙ্গা গ্রামের মো: মানিকুজ্জামান মানিকের ছেলে নাহিদ হাসান মিঠু (২২) ও মুদিপাড়া এলাকার দীনবন্ধু রায়ের ছেলে শ্রী বিশাল রায় (২১)।
উক্ত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জানান, গত ২৫ ডিসেম্বর (শুক্রবার) ভোর রাতে মসজিদে ফজরের নামাজে যাওয়ার পথে জলঢাকায় আরিফ চৌধুরী (৪২) নামের এক কাপড় ব্যবসায়ীকে এলোপাতাড়িভাবে কুপিয়ে গুরুতর আহত করে তারা। বর্তমানে তিনি ঢাকার ন্যাশনাল ইন্সটিটিউট অব নিউরো সায়েন্স এন্ড হাসাপাতালে মাথায় ১২৮টি সেলাই নিয়ে সংকটাপন্ন অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন আছে। এই ঘটনায় কাপড় ব্যবসায়ীর ভাই আবু বক্কর চৌধুরী একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন এবং পুলিশ অস্ত্র আইনে আরেকটি মামলা দায়ের করেছে ।
- কাদের মির্জা : ডাকে হরতাল
- আজকে আমার অত্যন্ত আনন্দের দিন- শেখ হাসিনা
- শনিবার দিনটি কেমন যাবে
- পঞ্চগড়ে সাউন্ডবক্স ঠিক করতে গিয়ে মৃত্যু
- দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
গ্রেফতারকৃত আসামি মিঠু ও বিশাল রায় চাইনিজ কুড়াল, চাপাতি ব্যবহার করে ব্যবসায়ী আরিফ চৌধুরীকে হত্যার উদ্দেশ্যে কোপানোর কথা প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে । তাদের দেয়া তথ্য অনুযায়ী দলনেতা রেজওয়ান প্রামানিককে আটক করা হয়।
তিনি আরও জানান,গ্রেফতারকৃত আসামিদের দেয়া তথ্য অনুযায়ী একটি স্টেইনলেস স্টিলের হাতল বিশিষ্ট চাইনিজ কুড়াল, প্লাস্টিকের হাতলসহ লম্বা ছুড়ি ও দুইটি চাপাতি উদ্ধার করা হয়েছে ।
পরবর্তীতে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হত্যা চেষ্টা এবং অবৈধ অস্ত্র রাখার অপরাধের মামলায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আরসিএন ২৪ বিডি. কম / ৩ জানুয়ারি ২০২১