রংপুর : রংপুরে টিসিবির কর্মকর্তা প্রতাপ চন্দ্রের নানান অনিয়মের বিরুদ্ধে সংবাদ পরিবেশন করায় সাংবাদিকদের হুমকি দেয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে রংপুর সাংবাদিক সমাজ ।
বুধবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অনুষ্ঠিত হয়েছে । উক্ত সমাবেশে সিনিয়র সাংবাদিক দৈনিক করতোয়ার রংপুর প্রতিনিধি সাজ্জাদ হোসেন বাপ্পি ৭ দিনের মধ্যে দায়ী কর্মকর্তাকে অপসারন না করা হলে রংপুর প্রেসক্লাবের সামনে শরীরে পেট্রোল ঢেলে আত্মহত্যার ঘোষনা দিয়েছেন।
টিসিবির পচা পেঁয়াজ জোরপূর্বক কিনতে ক্রেতাদের বাধ্য করাসহ নানা ভাবে গ্রাহকদের হয়রানির খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় চিঠি দিয়ে সাংবাদিকদের হুমকি দেওয়ার প্রতিবাদে এ মানববন্ধনের আয়োজন করা হয়।
এসময় সাংবাদিক সাজ্জাদ হোসেন বাপ্পি বলেন,আজ আমরা অসহায় হয়ে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করছি। রংপুরে পচা পেঁয়াজ কিনতে ক্রেতাদের বাধ্য করছে টিসিবি। বিভিন্নভাবে ভোক্তাদের হয়রানি করছে তারা। সাধারণ মানুষের ওপর টিসিবির জবরদস্তি নিয়ে সংবাদ প্রকাশ করায় এখন হুমকি দেওয়া হচ্ছে। ঢাকায় পত্রিকা অফিসে চিঠি দিয়ে রংপুর টিসিবির কর্মকর্তা প্রতাপ চন্দ্র সাংবাদিকদের হুমকি ও ভয়ভীতি দেখিয়েছেন।
তিনি আরও বলেন,এ ধরনের ধৃষ্টতা সাংবাদিকদের জন্য লজ্জার ও অপমানের। আমরা টিসিবির ওই কর্মকর্তার রংপুর থেকে অপসারণসহ বিচার দাবি করছি। আগামী সাত দিনের মধ্যে ওই কর্মকর্তাকে অপসারণ করা না হলে প্রেসক্লাবের সামনে শরীরে পেট্রল ঢেলে আত্মহত্যা করব। নিজের জীবন দিয়েও হলে অনিয়ম অন্যায় অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে সাংবাদিক সহকর্মীদের উদ্বুদ্ধ করব। তবু আমরা সত্য প্রকাশে পিছপা হব না।
- রংপুরে ৪৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
- হারাগাছ পৌরসভা নির্বাচনে বিজয়ী হলেন স্বতন্ত্রপ্রার্থী
- সৈয়দপুর পৌর নির্বাচনে সহিংসতায় নিহত ১, আহত ২
- পীরগঞ্জে বিপিডিএ এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
- পুলিশ ও ছাত্রদলের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে
মানব্বন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, রংপুর টিসিবির কর্মকর্তা নগরীতে ট্রাকের মাধ্যমে ডিলারদের দ্বারা বিদেশ থেকে আমদানি করা পঁচা ও নিম্নমানের পেয়াজ না কিনলে ভোজ্য তেল সহ অন্য পন্য বিক্রি করা যাবেনা মর্মে নিদ্দেশনা দিয়ে গ্রাহকদের জিম্মি করার সত্য ঘটনার খবর বিভিন্ন জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় খবর প্রকাশিত হলে খবরের প্রতিবাদ না করে বিভিন্ন পত্রিকা অফিসে চিঠি দিয়ে সাংবাদিকদের চাকুরীচ্যুত করে তাকে লিখিত ভাবে জানানোর ধৃষ্টতার পরিচয় দিয়েছেন। সাংবাদিকরা ৭ দিনের মধ্যে ওই কর্মকর্তাকে রংপুর থেকে প্রত্যাহার করার আলটিমেটাম ঘোষনা দেন অন্যথায় কঠোর কর্মসূচির হুমকি দেন সাংবাদিক নেতারা।

উক্ত মানব্বন্ধনে রংপুর প্রেসক্লাব সভাপতি রশীদ বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন রিপোটার্স ক্লাবের সাধারন সম্পাদক শাহ বায়েজিদ আহম্মেদ , সিটি প্রেসক্লাবের সাধারন সম্পাদক হুমায়ুন কবীর মানিক , রংপুর ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক রেজাউল ইসলাম জীবন, ভিডিও জার্নালিষ্ট এসোসিয়েশন টিসিএ এর সাধারন সম্পাদক এহেসানুল হক সুমন, বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাধারন সম্পাদক মমিনুল ইসলাম রিপন, বেরোবি সাংবাদিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম বকুল,ইনডিপেনডেন্ট টেলিভিশনের নজরুল ইসলাম রাজু, সাংবাদিক চঞ্চল চৌধুরী, ঢাকা পোস্টের স্টাফ রিপোর্টার ফরহাদুজ্জামান ফারুকসহ রংপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা।
আরসিএন ২৪ বিডি. কম / ১৭ ফেব্রুয়ারী ২০২১