রংপুর : রংপুরে ৫৫ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ ০১ জন আসামীকে গ্রেফতার করেছে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি পুলিশ।
গত শনিবার (২০ফেব্রুয়ারী) গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ এর উপ- পুলিশ কমিশনার (ডিবি) কাজী মুত্তাকী ইবনু মিনানের নির্দেশনায়, অতিরিক্ত উপ- পুলিশ কমিশনার (ডিবি) উত্তম প্রসাদ পাঠকের অপারেশন পরিকল্পনায় সঙ্গীয় ফোর্সের সহায়তায় আরপিএমপি কোতয়ালী থানাধীন ২০ নং ওয়ার্ডস্থ মূলাটোল জনৈক মোঃ নুরুল আনাম, পিতা- অজ্ঞাত এর ভাড়ায় প্রদানকৃত বাড়ি (ভাড়াটিয়া সম্পা রানী মহন্ত, স্বামী- অরুণ মহন্ত) তে অভিযান পরিচালনা করে ৫৫ বোতল ফেন্সিডিল ( যার আনুমানিক মূল্য ৩৮,৫০০/- আটত্রিশ হাজার পাঁচশত টাকা) উদ্ধার সহ ০১ জন আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলো – সম্পা রানী পাল (৩১), পিতা-বাবু লাল পাল, মাতা- আলো রানী পাল, স্বামী- অরুণ মহন্ত, সাং- ধনতলা রবীপাড়া, ইউনিয়ন- হরিদেবপুর, থানা- কোতয়ালী সদর, জেলা-রংপুর, এ/পি সাং- মূলাটোল মোঃ নুরুল আনাম, পিতা- অজ্ঞাত এর বাসার ভাড়াটিয়া, ওয়ার্ড নং-২০, থানা-কোতয়ালী, রংপুর মহানগর, রংপুর।
- রংপুরে ৪৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
- হারাগাছ পৌরসভা নির্বাচনে বিজয়ী হলেন স্বতন্ত্রপ্রার্থী
- সৈয়দপুর পৌর নির্বাচনে সহিংসতায় নিহত ১, আহত ২
- পীরগঞ্জে বিপিডিএ এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
- পুলিশ ও ছাত্রদলের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে
পলাতক আসামির নামঃ মোঃ রায়হান হোসেন রোহান (২৭), পিতা- মোঃ বেলাল হোসেন, সাং- পশ্চিম মূলাটোল, ওয়ার্ড নং- ২০, থানা- কোতয়ালী, রংপুর মহানগর, রংপুর এবং অজ্ঞাত আরো ৩/৪ জন।
পরবর্তীতে ধৃত আসামী এবং পলাতক আসামীদের বিরুদ্ধে আরপি এমপি কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ ধারায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে ।
উল্লেখ্য যে রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল ধরনের অবৈধ কার্যক্রম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রনে আরপিএমপি গোয়েন্দা বিভাগ (ডিবি) টিমের অভিযান অব্যাহত থাকবে।
আরসিএন ২৪ বিডি. কম /২১ ফেব্রুয়ারী ২০২১
এ এফ