রংপুর : রংপুরে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাবার তৈরি, ফ্রিজে বাসি পঁচা খাবার বিক্রয় সংরক্ষণের অপরাধে দুই রেস্তোরাঁকে জরিমানা করেছে রংপুর জেলা প্রশাসন ।
মঙ্গলবার (১২ জানুয়ারি ) রংপুর নগরের পার্কের মোড়ের দুইটি রেস্তোরাঁকে ১০ হাজার টাকা জরিমানা করেছে রংপুর জেলা প্রশাসনের মোবাইল কোর্ট।

রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে বাসি-পঁচা ও মেয়াদোত্তীর্ণ খাবার মজুদ রাখার দায়ে পার্কের মোড়ে অবস্থিত নিউ সাগরিকা রেস্টুরেন্ট ও আনোয়ার রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
- বাংলাদেশে প্রথম করোনার টিকা নিয়েছেন নার্স রুনু
- পীরগঞ্জে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
- রংপুরে নকল সার তৈরির কারখানায় অভিযান
- বিরলে ট্রাক চাপায় ৩ জন মোটরসাইকেল আরোহী নিহত
- রোগীদের অমানবিক নির্যাতনের অভিযোগে বিক্ষোভ
রংপুর জেলা প্রশাসন এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা মোবাইল কোর্ট পরিচালনা করেন। ভবিষ্যতেও জেলা প্রশাসন এর পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
আরসিএন ২৪ বিডি. কম / ১২ জানুয়ারি ২০২১
এ এফ