রংপুর : রংপুরের তাজহাটে নকল সার তৈরির কারখানায় অভিযান চালিয়ে ২০ লক্ষাধিক টাকার মালামাল জব্দসহ ৩ জনকে আটক করেছে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশ।
বুধবার (২৭ জানুয়ারি ) বিকাল পৌঁনে ৪ টায় তাজহাট থানাধীন ২৮ নং ওয়ার্ডের তাজহাট ইরাক সোপ ফ্যাক্টরীতে অভিযান পরিচালনা করে ৩ জন আসামীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন – চাষী এগ্রো কেয়ারের ম্যানেজার রংপুর মিঠাপুকুরের বলদিপুকুর এলাকার মৃত আঃ বাছেদের ছেলে মোঃ আবু জাহের (৫০), প্রোপাইটার কৃষি এগ্রো কেয়ার তাজহাট রংপুর এর মৃত আবেদ আলীর ছেলে মোঃ জিলুর রহমান (৪০) ও নুর মোহাম্মদ লাবলু।

পুলিশ সূত্রমতে, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার( ডিবি) উত্তম প্রসাদ পাঠক এর নেতৃত্বে সহকারী-পুলিশ কমিশনার(ডিবি) মোঃ ফারুক আহমেদ এর তত্বাবধানে, পুলিশ পরিদর্শক ( নিঃ) জনাব মোঃ মোতালেব হোসেন, এসআই (নিঃ) গোলাম মোর্শেদ, এসআই (নিঃ) মোঃ বাবুল ইসলাম, এএসআই ( নিঃ) নাজমুল ইসলাম, আরপিএমপি কোতয়ালী থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান ডিউটি করাকালে তাজহাট থানাধীন আনসারী মোড়ে ইরাক সোপ ফ্যাক্টরী,ভিতরে চাষী জিপ সাম কোম্পানি তে অভিযান পরিচালনা করিয়া বিপুল পরিমান নকল সার বিভিন্ন ধরনের কীটনাশক, ও তৈরি সামগ্রী জব্দসহ ৩জন আসামীকে আটক করা হয় ।
উক্ত অভিযানে উদ্ধারকৃত মালামাল গুলো হলো – ১০ লক্ষাধিক টাকার জিপ সাম, বিভিন্ন ধরনের ক্যামিকেল,
নকল কীটনাশক ও বিভিন্ন ধরনের স্টিকার মনোগ্রাম ও লেভেল সহ সর্বমোট ২০ লক্ষাধিক টাকার মালামাল জব্দ করা হয় ।

পরবর্তীতে, নির্বাহি ম্যাজিস্ট্রেট নাশিতা তুল ইসলাম অত্র প্রতিষ্টানের মালিক তার অপরাধ স্বীকার করায় সমস্থ মালামাল জব্দ ও উৎপাদন বন্ধের আদেশ সহ ৫০,০০০/- টাকা জরিমানা করেন এবং অনাদায়ে ৩ মাস জেল আদেশ দেন।
- সৈয়দপুর পৌর নির্বাচনে সহিংসতায় নিহত ১, আহত ২
- পীরগঞ্জে বিপিডিএ এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
- পুলিশ ও ছাত্রদলের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে
- পঞ্চগড়ে সিলিন্ডার বিস্ফোরণে গুরুত্বর আহত ইউনুসের মৃত্যু
- রংপুরে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
আরসিএন২৪বিডি.কম / ২৭ জানুয়ারি ২০২১
এ এফ