রংপুর : রংপুর সদরের পালিচড়া বাজার থেকে রাজু মিয়া (৫৪) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।
শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার সদ্যপুষ্করিনী ইউনিয়ন এর পালিচড়া বাজার এলাকায় এঘটনা ঘটে ।
পুলিশ সূত্রমতে, সদর উপজেলার সদ্যপুষ্করিনী ইউনিয়ন এর পালিচড়া বাজারের পাশে এক নির্মানাধীন ভবনের আম গাছের সঙ্গে ঝুলানো অবস্থা রাজু মিয়ার ঝুলন্ত মরদেহ দেখে এলাকাবাসী পুলিশ কে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
আরও জানাযায় ,নিহত রাজু মিয়া উক্ত ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমানের ভাড়াটিয়া ছিলেন। রাজু মিয়ার গ্রামের বাড়ি রংপুরের মিঠাপুকুরের পাইকার হাট এলাকায়।
- শাহবাগে শিক্ষার্থীদের বিক্ষোভ আটক ১০
- দিনাজপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- রংপুরে ৫ টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার
- রংপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
- রংপুরে ২টি নকল প্রসাধনি কারখানায় অভিযান
পারিবারিক সূত্রমতে জানা যায়, রাজু মিয়ার এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীকে নিয়ে সুখের সংসার ছিলেন । আর্থিক কারণে পরিবারের সদস্যদের সঙ্গে তার দূরত্ব তৈরি হলে তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। গত চার মাস আগে সদ্যপুস্করিনি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মতিয়ার রহমানের একটি রুম ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন রাজু মিয়া।
সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃতি কারন জানা যাবে ।
আরসিএন ২৪ বিডি. কম / ১৫ জানুয়ারি ২০২১
এ এফ