দিনাজপুর : দিনাজপুরের পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় ২ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি ) রাত সাড়ে ১১টায় দিনাজপুরের পার্বতীপুর-মধ্যপাড়া সড়কের ভাগলপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে ।
- মুক্তিযুদ্ধের প্রথম শহীদ স্মরণে শঙ্কু দিবস পালন
- ২৪ ঘণ্টায় ০৫ জনের মৃত্যু
- অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে অপহৃত ব্যবসায়ী উদ্ধার
- রংপুরে ভেজাল খাবার প্রতিরোধে অভিযান
- গাছ পড়ে যুবক নিহত-আদিতমারী
পার্বতীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোকলেসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে পার্বতীপুর-মধ্যপাড়া সড়কের ভাগলপুর নামক স্থানে মোটরসাইকেল ও ট্রলির মধ্যে মুখোমুখি সংঘর্ষে সুভজিৎ (২০) নামে একজন ঘটনাস্থলে নিহত হন ও প্রীতম (৩০) নামে অপরকে আহতাবস্থায় রংপুর মেডিকেলে নেয়ার পথে মারা যায়। এই দুর্ঘটনায় আহত অনিক নামে আরেকজন রংপুর হাসপাতালে ভর্তি রয়েছে।
আরসিএন ২৪ বিডি. কম / ২২ জানুয়ারি ২০২১
এ এফ