নীলফামারীর সৈয়দপুরে পৌর নির্বাচন এ দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির সময় পড়ে গিয়ে ছোটন অধিকারী নামের ১ জনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন ২ জন।
রবিবার দুপুরে শহরের মুন্সিপারা ৫ নং ওয়ার্ড ইসলামিয়া কেন্দ্রে দু কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে হাতাহাতির এক পর্যায়ে আঘাতের সময় পড়ে যায়।
নিহত ছোটন অধিকারী মুন্সিপাড়া গ্রামের মৃত নিতাই অধিকারীর ছেলে। আহত ২ জনের মধ্যে আজম আলী, পিতা মৃত্যু মজিদ উদ্দিন সরকার, খালিসা সৈয়দপুর, ও সবুজ মিয়া,(৩০) পিতা, মামুন, মুন্সিপাড়া গ্রামের বাসিন্দা। আহতদের সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরসিএন ২৪বিডি. কম