রংপুরে শহীদ মুক্তিযোদ্ধাদের স্বীকৃতি ও রংপুর জেলায় বধ্যভূমি রক্ষার দাবিতে মানববন্ধন করেছে শহীদ পরিবারের সদস্যরা ।
রবিবার (৩ জানুয়ারি) সকালে রংপুর প্রেসক্লাবের সামনে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেছে।
এসময় শহীদদের পরিবারের সদস্যরা দাবী করেন, ১৯৭১ এর ২৬ মার্চ বঙ্গবন্ধু কতৃক বাংলাদেশের স্বাধীনতার ঐতিহাসিক ঘোষণার ক’দিন পরই রংপুরের মুক্তিপাগল বীর জনতা ক্যান্টনমেন্ট ঘেরাও করে যে ইতিহাস সৃষ্টি করেছিল সে পথ ধরেই সূচিত হয়েছিল মুক্তিযুদ্ধের সশস্ত্র সংগ্রাম।এসময় অনেক মুক্তিযোদ্ধারা শহীদ হয়েছেন। তাদের স্বীকৃতি ও জেলায় বদ্ধভূমি রক্ষা করতে হবে।
- শনিবার দিনটি কেমন যাবে
- পঞ্চগড়ে সাউন্ডবক্স ঠিক করতে গিয়ে মৃত্যু
- দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
- তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা
- মাঘের শীতে কাঁপছে উত্তরাঞ্চল
উক্ত মানব্বন্ধনে শহীদ পরিবারের পক্ষে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আতিয়ার রহমান, আবদুস সাত্তার, আবদুর রাজ্জাক, শেখ কামরুল আলমসহ অনেকেই।
তারা বলেন, এদেশ স্বাধীন করেছি আমরা। যুদ্ধের স্মৃতি বধ্যভূমিগুলোর জমি দখল হয়ে যাচ্ছে। সেগুলো রক্ষা করতে হবে।পরে তারা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করেন ।
আরসিএন ২৪ বিডি. কম / ৩ জানুয়ারি ২০২১
এ এফ