লালমনিরহাট ও পাটগ্রাম পৌরসভার নির্বাচনের মেয়র পদে যাচাই বাছাইয়ের পর লালমনিরহাট পৌরসভার ৬ জন ও পাটগ্রাম পৌরসভার ৪ জন মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে। লালমনিরহাট জেলার দুইটি পৌরসভায় চতুর্থ ধাপে আগামী ১৪ ফেব্রুয়ারী ভোট গ্রহন অনুষ্টিত হবে।
বুধবার (২০ জানুয়ারী) বিকেলে লালমনিরহাট জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা নির্বাচন অফিসার মন্জুরুল হাসান মেয়র পদে ১০ জনের মনোনয়ন বৈধর বিষয়টি নিশ্চিত করেছেন।
লালমনিরহাট পৌরসভার মেয়র পদে- আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোফাজ্জল হোসেন, বিএনপির মনোনীত প্রার্থী মোশাররফ হোসেন রানা, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ওয়াহেদুজ্জামান, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী আমিনুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দাখিল করেছেন বর্তমান মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু ও জেলা যুব লীগের অর্থ বিষয়ক সম্পাদক রেজাউল করিম স্বপন।
পাটগ্রাম পৌরসভার মেয়র পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও পাটগ্রাম উপজেলা যুবলীগের সভাপতি মো. রাশেদুল ইসলাম সুইট, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী এ কে মোস্তফা সালাউজ্জামান ওপেল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. সুমন মিয়া ও স্বতন্ত্র প্রার্থী এবং পাটগ্রাম পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী আসাদুজ্জামানে মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে।
লালমনিরহাট জেলা নির্বাচন অফিস সুত্রে জানা যায় , লালমনিরহাট পৌরসভারমেয়র পদে ৬ জনের ও সংরক্ষিত আসনে ১৫ জনের মনোনয়ন বৈধ ঘোষনা করা হয়েছে। অপর দিকে সাধারন কাউন্সিলর পদে ৪১ জনের মনোনয়ন বৈধ হয়েছে। এর মধ্যে ২ জনের মনোনয়ন বাতিল করা হয়। পাটগ্রাম পৌরসভায় মেয়র পদে ৪ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষনা হয়েছে। সংরক্ষিত আসনে ৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়। সাধারন সদস্য পদে ৩০ জন প্রার্থীর মনোনয়ন বৈধ হয়েছে। এর মধ্যে ২ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। ২৬ জানুয়ারী প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন।
এদিকে লালমনিরহাট পৌরসভা ইভিএমে ও পাটগ্রাম পৌরসভা সাধারন ব্যালোটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী ১৪ ফেব্রুয়ারী সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলবে।
আরসিএন ২৪বিডি. কম / জি এম এম