মুজিব বর্ষ উপলক্ষে রংপুরে নির্মিত ৮শ১৯ টি ঘর ভূমিহীন, গৃহহীন পরিবারকে দেয়া হলো। প্রধানমন্ত্রীর উদ্ধোধনের অপেক্ষায় ছিলেন ভূমিহীন, গৃহহীন পরিবাররা।
দুপুরে উদ্ধোধনের মধ্যদিয়ে বাড়ি -ঘর নেই জমি নেই বিদ্যুৎ এমন ভূমিহীন, গৃহহীন পরিবারদেরকে দেয়া হয়েছে ঘর। মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী ঘর উপহার পেয়ে আজ এই পরিবারের সকলের মুখে ফুটেছে আনন্দ । চলতি মাসে বাকি ৪৬৪ পরিবারকে দেয়া হবে বিনামুলো ঘর। মোট জেলায় ১২৭৩ টি ঘর পাবে ভুমিহীন পরিবার।
শনিবার সকাল ১১টায় ভিডিও কনফারেন্স এর মাধ্যমে একযোগে প্রতিটি জেলায় ভূমিহীন, গৃহহীন পরিবারদের ঘর উপহার দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কয়েকটি জেলার ভূমিহীন, গৃহহীন পরিবারদের কথাও শুনলোন।আরও ঘর দেয়ার কথাও বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ঘর-জমি বিদ্যুৎ পেয়ে অত্যন্ত খুশি ভূমিহীন,গৃহহীন পরিবারের মানুষরা । এসময় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানায় গৃহহীন পরিবারের লোকজন। আর শুধু ধন্যবাদ নয়, প্রধানমন্ত্রীকে দোয়াও করলেন ভূমিহীন, গৃহহীন পরিবাররা। কোন দিন ভাবিনি এরকম পাকা বাড়ি এবং সুন্দর ঘরে থাকবো ছেলে মেয়ে ও পরিবার নিয়ে। বসবাস করবো নিজের ঘরে আনন্দের শেষ নেই তাদের। দুপুরে রংপুর জেলার ৮টি উপজেলায় ৮শ১৯ টি ঘর ও জমির দলিল দেয়া হলো পরিবারদের।
জেলা প্রশাসক আসিব আহসান বলেন, প্রথম পর্যায়ে ৮শ১৯ টি ঘর দেয়া হল ভুমিহীন পরিবারদের। দেওয়া হয়েছে নতুন ঘর জমির দলিল ও বিদ্যুৎ আলো। দ্বিতীয় পর্যায়ে বাকি দের দেওয়া হবে বিনামুল্যে ঘর। যাদের ঘরবাড়ি নেই ভূমিহীন তাদের জন্য এ বরাদ্দ দেওয়া হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে। জেলায় ৬ হাজার পরিবারকে পর্যায়ক্রমে দেয়া হবে ঘর।
এ সময় উপস্থিত ছিলেন গঙ্গাচড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ রুহুল আমিন, উপজেলা নির্বাহী অফিসার তাসলীমা বেগম, ভাইস চেয়ারম্যান সাজু মিয়া লাল, রাবিয়া বেগম, সহকারি কমিশনার(ভূমি) শরিফুল ইসলাম, গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের সরকারী কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
আরসিএন ২৪বিডি. কম / জি এম
অনলাইন আপডেট :৬:৪৪ পিএম,২৩ জানুয়ারি ২০২১