রংপুর : রংপুরে আন্তর্জাতিক নারী দিবসে আলোচনা সভা ও ১১ জন নারীকে সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
সোমবার (৮ মার্চ) সকাল ১১ টায় টাউন হলে জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তর রংপুরের আয়োজনে আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় এই সম্মাননা প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভূঞা।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক মোঃ আসিব আহসান।
- কঠোর লকডাউনে রংপুর
- জেএমবি দুই সদস্যকে আটক-ঠাকুরগাঁও
- সবাইকে ঘরে বসে নববর্ষ উদযাপন করার পরামর্শ -প্রধানমন্ত্রী
- ‘শিশু বক্তা’ রফিকুল নিয়মিত পর্নো ভিডিও দেখতেন
- ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ৬৯ জনের মৃত্যু
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্রাচার্য, রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল আলীম মাহমুদ, রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ছাফিয়া খানম, রংপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিউর রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল, জাতীয় মহিলা সংস্থা রংপুরের সভাপতি রোজি রহমান, রংপুর সদর উপজেলা চেয়ারম্যান নাসিমা জামান ববি। অনুষ্ঠানে অতিথিগণ নারী দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং উন্নত বাংলাদেশ গড়ার পথে নারীদের ভূমিকার বিষয়ে আলোকপাত করেন। আলোচনা সভা শেষে করোনাকালে নেতৃত্বদানকারী ১১ জন নারীকে সম্মাননা প্রদান করা হয়।
আরসিএন ২৪ বিডি. কম / ৮ মার্চ ২০২১
এ এফ