রংপুর : রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ভিসি প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহকে ক্যাম্পাসে আসা ও সমস্যা সমাধানের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা।
বৃহস্পতিবার ( ৭ জানুয়ারি ) দুপুর ১২টা থেকে বেরোবির উপ-উপাচার্য সরিফা সালায়া ডিনা এবং অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক আর এম হাফিজুর রহমান সেলিমকে সিন্ডিকেট রুমে আটকে রেখে বিভিন্ন দাবি দাওয়া বিষয়কে কেন্দ্র করে ভিসি বিরোধী এই অবস্থান কর্মসূচি পালন করছে তারা।

অবস্থানকারীদের অভিযোগ করে জানান, ভিসি প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমউল্লাহ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক নিয়ম শৃঙ্খলা ভেঙ্গে নিজের ইচ্ছা মতো সব কিছু পরিচালনা করে আসছেন। তিনি দিনের পর দিন মাসের পর মাস ক্যাম্পাসে অনুপস্থিত থেকে একের পর এক বিতর্কিত কর্মকান্ড করেই চলেছেন। এছাড়াও তিনি ঢাকায় অবস্থান করেও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্নভাবে হয়রানি করছেন।
- শনিবার দিনটি কেমন যাবে
- পঞ্চগড়ে সাউন্ডবক্স ঠিক করতে গিয়ে মৃত্যু
- দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
- তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা
- মাঘের শীতে কাঁপছে উত্তরাঞ্চল
তারা আরও জানান, তিনি নিয়ম-নীতির কোন তোয়াক্কাই করছেন না। আমরা তার সাথে বারবার সাক্ষাতের চেষ্টা করেও তার সাথে সাক্ষাৎ করতে পারিনি। আমাদের দাবি, তার কারণে যে সব সমস্যার সৃষ্টি হয়েছে তাকেই এসেই সেসব সমস্যার সমাধান করতে হবে। তিনি যতক্ষণ ক্যাম্পাসে আসবেন না আমরা আমাদের অবস্থান কর্মসূচী থেকে পিছ পা হবো না। আমাদের আন্দোলন আমরা এভাবেই চালিয়ে যাবো ।
আরসিএন ২৪ বিডি. কম / ৭ জানুয়ারি ২০২১
এ এফ