রংপুর : রংপুরের তারাগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের বক্তব্য নিয়ে ফেসবুকে কটূক্তি করায় রমজান আলী(২৫) নামে এক যুবককে গ্রেফতার করে তারাগঞ্জ থানা পুলিশ ।
ধর্মীয় অবমাননা করার দায়ে রবিবার রাতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হওয়ার পর রাতেই ওই যুবককে গ্রেফতার করে সোমবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত রমজান আলী উপজেলার ২নং কুর্শা ইউনিয়নের পলাশবাড়ি গ্রামের আব্বাস আলী মুহুরীর ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, গত ১৬ অক্টোবর শারদীয় দুর্গা পূজা উপলক্ষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক তার এক বক্তব্যে বলেছিলেন-দেবী দুর্গা শত্রু বধ করে পৃথিবীতে শান্তি এনেছে। স্বাস্থ্যমন্ত্রীর হিন্দু ধর্ম বিষয়ক বক্তব্যকে কটূক্তি করে যুবক রমজান আলী তার ব্যবহৃত ‘নীল খামে লেখা জীবন’ নামের ফেসবুক আইডিতে পোস্ট দেয়। যুবকের কটূক্তি ফেসবুকে ভাইরাল হলে প্রথমে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের ফেসবুকধারীদের মধ্যে আলোচনা শুরু হয়।
- শনিবার দিনটি কেমন যাবে
- পঞ্চগড়ে সাউন্ডবক্স ঠিক করতে গিয়ে মৃত্যু
- দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
- তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা
- মাঘের শীতে কাঁপছে উত্তরাঞ্চল
পরে বিষয়টি নিয়ে এলাকায় আলোড়ন সৃষ্টি হলে স্থানীয়ভাবে এ বিষয়টি মীমাংসা না হওয়ায় হিন্দু সম্প্রদায়ের পক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ তারাগঞ্জ উপজেলা কমিটির সহ-সভাপতি সেল্টু শংকর রায় বাদী হয়ে গত রবিবার তারাগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে রমজান আলীর বিরুদ্ধে মামলা করেন।
তারাগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রমজান আলী নামের এক যুবকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হওয়ার পরে তাকে গ্রেফতার করে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে রংপুর জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
আরসিএন ২৪ বিডি. কম / ২২ ডিসেম্বর ২০২০
এ এফ