দিনাজপুর (প্রতিনিধি) : দিনাজপুরের বিরল উপজেলায় ট্রাক চাপায় ০৩ জন মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। নিহতদের লাশ, ঘাতক ট্রাক ও দূর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছ।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ১০ টায় দিনাজপুর-বোচাগঞ্জ সড়কের বিরল উপজেলার ফরক্কাবাদ ইউপি’র জয়নুল মুদিখানা সংলগ্ন সড়কে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে ।
দুর্ঘটনায় নিহতরা হলেনঃ একই ইউপি’র ফরক্কাবাদ ডাঙ্গাপাড়া গ্রামের বেলাল হোসেন এর পুত্র লাজু ইসলাম (২৫), শরিফ উদ্দীন এর পুত্র মামুন হোসেন (৩০) ও মোজাম এর পুত্র আনোয়ার হোসেন (৩০)।
বিরল ফায়ার সার্ভিস স্টেশন এর ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মোঃ আজাহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল রাত সাড়ে ১০ টায় বোচাগঞ্জ অভিমুখ থেকে ছেড়ে আসা ঢাকা মেট্রো- ১৮-৭৯০২ নং ট্রাকের সাথে দিনাজপুর থেকে বাসায় ফেরার পথে ১৫০ সিসি টিভিএস এ্যাপাচী লাল রংয়ের মোটর সাইকেল এর মুখোমুখি সংঘর্ষে তিনজন মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়।
ফায়ার সার্ভিসের দিনাজপুর ও বিরল স্টেশন এর যৌথ সহযোগিতায় থানা পুলিশ লাশ উদ্ধার করে। এই ঘটনার সাথে সাথে স্থানীয় জনতা যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
- সৈয়দপুর পৌর নির্বাচনে সহিংসতায় নিহত ১, আহত ২
- পীরগঞ্জে বিপিডিএ এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
- পুলিশ ও ছাত্রদলের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে
- পঞ্চগড়ে সিলিন্ডার বিস্ফোরণে গুরুত্বর আহত ইউনুসের মৃত্যু
- রংপুরে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
বিরল থানার অফিসার ইনচার্জ ওসি শেখ নাসিম হাবিব জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে ট্রাক ও মোটরসাইকেল হেফাজতে নিয়ে পরিবারের নিকট লাশ হস্তান্তর করে এবং এক ঘন্টার মধ্যে সড়কে যান চলাচল স্বাভাবিক করে। রাতেই ট্রাকটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়।
আরসিএন২৪বিডি.কম / ২৭ জানুয়ারি ২০২১