লালমনিরহাটের বুড়িমারীতে জুয়েল নামের এক ব্যক্তিকে হত্যা ও পোড়ানোর মামলার প্রধান আসামি আলী হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার ( ৭ নভেম্বর) ভোরে ভাটারা থানার কুড়িল-বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে ডিএমপির উপ কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,গোপন সংবাদে গোয়েন্দা পুলিশের বিশেষ টিম কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পরপরই তাকে ঢাকা থেকে লালমনিরহাটে পাঠানো হয়েছে।
উল্লেখ্য,গত ৩০ অক্টোবর পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে মসজিদে জুয়েল নামে এক ব্যক্তিকেকোরআন অবমাননার অভিযোগ তুলে পিটিয়ে ও পুড়িয়ে মারা হয় । নিহত জুয়েল রংপুর শহরের শালবন মিস্ত্রীপাড়ার আব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে। তিনি রংপুর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ এর লাইব্রেরিয়ান ছিলেন। কিছুদিন আগে মানসিক ভারসাম্যহীনতার কারণে তাকে চাকরি চলে যায়।
মুম্বই ইন্ডিয়ান্স সেরা ক্রিকেট উপহার দিল , ক্যাপ্টেন রোহিত শর্মার কথা অনুযায়ী মরশুমের সবথেকে খারাপ পারফর্ম্যান্সের ঠিক পরের ম্যাচেই টুর্নামেন্টের সেরা উপহার দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। জাদুকাঠির ছোঁয়ায় ভোলবদলেও শুধু একই রয়ে গেল রোহিত শর্মার ফর্ম।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১০ উইকেটে হারের পর রোহিত শর্মা বলেন, ‘দিনটাকে আমরা মনে রাখতে চাইব না। সম্ভবত মরশুমে এটাই আমাদের সবথেকে খারাপ পারফর্ম্যান্স।’
প্রথম কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসকে ৫৭ রানে পরাজিত করার পর মুম্বই অধিনায়ক বলেন, ‘আমার ধারণা, এখনও পর্যন্ত এটাই আমাদের সেরা পারফর্ম্যান্স।’
(আইপিএলের লাইভ আপডেট ও লাইভ স্কোর জানতে ক্লিক করুন এখানে।)
পয়সার এপিঠ-ওপিঠের মতো দু’টি ম্যাচে সম্পূর্ণ ভিন্ন মেরুর ক্রিকেট উপহার দেওয়ার পিছনে জাদু কাঠি যে বোল্ট-বুমরাহ-হার্দিক ত্রয়ী, সেটা বলে দেওয়ার প্রয়োজন হয় না। সানরাইজার্সের বিরুদ্ধে তিন তারকাকে বিশ্রাম দিয়েছিল মুম্বই। তাতেই তাদের চূড়ান্ত ব্যর্থতার মুখ দেখতে হয়। কোয়ালিফায়ারে তিনজন দলে ফিরতেই অন্য রূপে ধরা দেয় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ব্যাট হাতে হার্দিক এবং বল হাতে বোল্ট-বুমরাহই ম্যাচে তফাৎ গড়ে দেন।
পরপর দু’টি ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স খারাপ থেকে ভালো হয়ে উঠলেও ক্যাপ্টেন রোহিত শর্মার ফর্ম একই রয়ে গলে। বরং বলা ভালো যে, ব্যর্থতার ধারাবাহিকতা বজায় রাখলেন হিটম্যান। সানরাইজার্সের বিরুদ্ধে রোহিত আউট হয়েছিলেন ৭ বলে ৪ রান করে। দিল্লির বিরুদ্ধে খাতাই খুলতে পারলেন না তিনি।
- আজকে আমার অত্যন্ত আনন্দের দিন- শেখ হাসিনা
- শনিবার দিনটি কেমন যাবে
- পঞ্চগড়ে সাউন্ডবক্স ঠিক করতে গিয়ে মৃত্যু
- দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
- তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা
সূত্ৰ:হিন্দুস্তান টাইমস
আরসিএন ২৪ বিডি .কম /০৬ নভেম্বর ২০২০