বগুড়া: বগুড়ায় বিদেশ ফেরত ১১জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে গত ১১ মার্চ থেকে এ পর্যন্ত জেলায় মোট ২০ জনকে কোয়ারেন্টাইনে নেওয়া হলো।
শনিবার (১৪ মার্চ) জেলা স্বাস্থ্য দপ্তরের কর্মকর্তারা বলেন , জেলায় নন্দীগ্রাম উপজেলায় সবচেয়ে বেশি আট জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ।
নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মণ্ডল জানান, শনিবার উপজেলার বিভিন্ন গ্রামে নতুন করে ছয় জনকে হোম কোয়ারেন্টাইনে নেওয়া হয়েছে। এর আগে গত ১২ মার্চ সৌদি আরব থেকে ওমরা হজ্ব করে আসা এক দম্পতিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।
সিভিল সার্জন সূত্রে , বগুড়া সদর ও সোনাতলা উপজেলায় পাঁচজন করে মোট ১০জন এবং ধুনট ও সারিয়াকান্দিতে একজন করে দু’জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আর গত ১১ মার্চ থেকে আজ (১৪ মার্চ) পর্যন্ত জেলায় মোট ২০জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এর আগে ১৩ মার্চ পর্যন্ত জেলায় মোট নয় জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।
আরসিএন ২৪ বিডি ডট কম /১৫ মার্চ ২০২০
আপডেট : ৬:২০ এএম
- ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ৬৯ জনের মৃত্যু
- সর্বাত্মক লকডাউনে ৬ রুটে চলবে পার্সেল ট্রেন
- প্রতি ওয়াক্তে নামাজ ও তারাবীতে কঠোর বিধিনিষেধ আরোপ
- করোনায় বের হতে লাগবে ‘মুভমেন্ট পাস ’
- ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ৮৩ জন