বিনোদন ডেস্ক :
বাংলাদেশ ও ভারতের খুবেই জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে টালিউড অভিনেত্রী শ্রাবন্তীর বিয়ে হয়। তাদের ঘরে ঝিনুক নামে একটি ছেলেও রয়েছে।
রাজীবের সঙ্গে বিচ্ছেদের পর মডেল ও ফটোগ্রাফার কৃষাণ ব্রজের সঙ্গে মন দেয়া নেয়া শুরু হয় শ্রাবন্তীর। ২০১৬ সালে কৃষাণকে বিয়ে করেন তিনি। সেই সংসারও টিকলো না। ২০১৮ সালের জানুয়ারিতে তাদের বিচ্ছেদ হয়।
এর পর আবারও নতুন প্রেমে মজেন শ্রাবন্তী। ভগ্নিপতির মাধ্যমে রোশন সিংহ নামে বিমান সংস্থার এক কেবিন ক্রুর সঙ্গে শ্রাবন্তীর পরিচয় হয়। এর পর প্রেম ও পরিণয়। গেল বছরের ১৯ এপ্রিল রোশনকে বিয়ে করেন টলিগঞ্জের এই লাস্যময়ী অভিনেত্রী।
ইনস্টাগ্রামে এখনও তিনি চট্টোপাধ্যায় নন, সিং। তিনটে ছবিও রয়েছে তারকা দম্পতির। ফেসবুক পেজে যদিও তিনি শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তবে প্রোফাইল পিকচার এবং ডিপিতে জ্বলজ্বল করছে রোশন সিংয়ের সঙ্গে তাঁর বিয়ের ছবি। এর মধ্যেই টলিপাড়ায় জল্পনা, তৃতীয় বিয়েও নাকি ভাঙতে চলেছে অভিনেত্রীর?
সত্যিই কি তাই? শ্রাবন্তী, রোশন বা ঝিনুক— কেউই মুখ খোলেননি এ ব্যাপারে। তবে রোশনের ইনস্টাগ্রাম, ফেসবুক পেজে কোথাও নেই শ্রাবন্তী! স্টেটাসে লেখা ‘সিঙ্গল’। ধোঁয়াশা যেন কেটেও কাটছে না। একই অবস্থা শ্রাবন্তীর ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়ের প্রোফাইলেরও। মায়ের সঙ্গে ছবি রয়েছে। রোশনের সঙ্গে তোলা সব ছবি ডিলিট।
শ্রাবন্তীর সামাজিক পাতার এই ছবি খুব চেনা অনুরাগীদের। কৃষ্ণ ভি রাজের সঙ্গে বিয়ে ভাঙার সময়েও একটু একটু করে এভাবেই দূরত্ব তৈরি করেছিলেন তিনি। গত বছর ধুমধাম করে সিঁদুর খেলতে দেখা গিয়েছিল শ্রাবন্তীকে। সঙ্গে ছিলেন রোশন। একগোছা সেই ছবির মধ্যে মাত্র দুটো রয়ে গিয়েছে।
অথচ এ বছরেও জন্মদিনের আগের দিন প্রচণ্ড আবেগ নিয়ে আনন্দবাজার ডিজিটালকে শ্রাবন্তী জানিয়েছিলেন, ‘‘১৪ অগস্ট একদিনে জন্মদিন আমাদের। এত মিল বলেই ঈশ্বর আমাদের মিলিয়ে দিয়েছেন।” ১২ অগস্ট থেকে উদযাপনেও মেতেছিলেন তাঁরা। সে সবই আজ স্মৃতি?
ভারতীয় সংবাদমাধ্যম বলা হয়েছে, বেশ কিছুদিন ধরেই একসঙ্গে থাকছেন না শ্রাবন্তী ও রোশন।
শ্রাবন্তীর সঙ্গে বিচ্ছেদের বিষয়ে রোশন সিং জানিয়েছেন, ‘হ্যাঁ, আমরা এখন এক ছাদের নিচে থাকছি না। তবে আমাদের অতীতের সম্পর্কের প্রতি শ্রদ্ধা জানাই। আমি এ বিষয়ে কথা বলতে রাজি নই।’
- বাংলাদেশে প্রথম করোনার টিকা নিয়েছেন নার্স রুনু
- পীরগঞ্জে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
- রংপুরে নকল সার তৈরির কারখানায় অভিযান
- বিরলে ট্রাক চাপায় ৩ জন মোটরসাইকেল আরোহী নিহত
- রোগীদের অমানবিক নির্যাতনের অভিযোগে বিক্ষোভ
তৃতীয় স্বামীর সঙ্গে সংসারে ভাঙন প্রসঙ্গে শ্রাবন্তী বলেন, ‘প্রতিটি বিবাহ বা সম্পর্ক উত্থান-পতনের মধ্য দিয়ে যায়। হতে পারে আমাদের সুখের সময় আপাতত শেষ। তবে এর অর্থ এই নয় যে আমাদের মধ্যে সবকিছু শেষ হয়ে গেছে। আমরা দুজনই আশা করি, শিগগিরই সমস্যাগুলো কাটিয়ে উঠবো। আমরা আবার নতুন করে শুরু করবো।’
আরসিএন ২৪ বিডি.কম /০৮ নভেম্বর ২০২০