লালমনিরহাটের বুড়িমারীতে জুয়েল নামের এক ব্যক্তিকে হত্যা ও পোড়ানোর মামলার প্রধান আসামি আলী হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার ( ৭ নভেম্বর) ভোরে ভাটারা থানার কুড়িল-বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে ডিএমপির উপ কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,গোপন সংবাদে গোয়েন্দা পুলিশের বিশেষ টিম কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পরপরই তাকে ঢাকা থেকে লালমনিরহাটে পাঠানো হয়েছে।
উল্লেখ্য,গত ৩০ অক্টোবর পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে মসজিদে জুয়েল নামে এক ব্যক্তিকেকোরআন অবমাননার অভিযোগ তুলে পিটিয়ে ও পুড়িয়ে মারা হয় । নিহত জুয়েল রংপুর শহরের শালবন মিস্ত্রীপাড়ার আব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে। তিনি রংপুর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ এর লাইব্রেরিয়ান ছিলেন। কিছুদিন আগে মানসিক ভারসাম্যহীনতার কারণে তাকে চাকরি চলে যায়।
আরসিএন২৪স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেটে বোলারদের রেকর্ড নিয়ে খুব একটা মাতামাতি হয় না। কারণ ব্যাটিং তাণ্ডবের এই ক্ষেত্রটিতে বোলাররা তেমন সুবিধা করে উঠতে পারেন না।
তবে দিল্লি ক্যাপিট্যালসের হয়ে তোপ দাগানো দক্ষিণ আফ্রিকার তরুণ পেসার এ ফরম্যাটে ব্যতিক্রম। টি-টোয়েন্টি লিগ আইপিএলে অবিশ্বাস্য এক রেকর্ড গড়লেন রাবাদা। যা ইতিপূর্বে আর কেউ করেননি।
রেকর্ডটি হলো– আইপিএলে টানা ২১ ম্যাচে উইকেট শিকারের কীর্তি গড়েছেন এ প্রোটিয়া পেসার। ভারতীয় পেসার বিনয় কুমারের রেকর্ড ভেঙে দিলেন তিনি। ২০১২ ও ২০১৩ আসরে টানা ১৯ ম্যাচে উইকেট শিকার করেছিলেন এ ডানহাতি ভারতীয় পেসার।
চলতি আইপিএলে ৭ ম্যাচে ১৭ উইকেট শিকার করে পার্পল ক্যাপ নিজের দখলে রেখেছেন রাবাদা। এই সাত ম্যাচের প্রতিটিতেই উইকেট পেয়েছেন। গত মৌসুমেও একই কীর্তি গড়েছিলেন তিনি। কোনও ম্যাচেই উইকেটহীন থাকেননি রাবাদা।
সব মিলিয়ে আইপিএল ইতিহাসে রেকর্ড ২১ ম্যাচে টানা উইকেট শিকারের অনন্য রেকর্ড গড়েছেন এই প্রোটিয়া পেসার। এদের মধ্যে টানা ১০ ম্যাচে ন্যূনতম ২ উইকেট নেয়ার কীর্তি রয়েছে রাবাদার।
রাবাদার শেষ ১০ ম্যাচে বোলিং ফিগার–
২/২১ সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে
৩/২৬ চেন্নাই
২/২৮ পাঞ্জাব
২/৩১ ব্যাঙ্গালুরু
২/৩৭ রাজস্থান
২/২৩ পাঞ্জাব
২/৩৮ মুম্বাই
৪/২২ হায়দরাবাদ
২/৪২ কেকেআর এবং
৪/২১ ব্যাঙ্গালুরুর বিপক্ষে।
পরিসংখ্যান বলছে, আইপিএলের ক্যারিয়ারে মাত্র ২৫ ম্যাচের ২১টিতেই টানা উইকেট শিকারের পর রাবাদার উইকেট সংখ্যা এখন ৪৮।
বিষয়টি অন্যান্য বোলারের জন্য বেশ ঈর্ষণীয়।
আরসিএন ২৪বিডি. কম/ ১২ অক্টোবর ২০২০
আপডেট সময়: ৭:০০ পিএম/ জিএমএম
তথ্যসূত্র: ক্রিকইনফো, ইন্ডিয়া টুডে।