করোনা পরিস্থিতি অবনতি হওয়ার কারণে ফ্রান্সে তৃতীয় দফায় লকডাউন ঘোষণা করা হয়েছে।
বুধবার (৩১ মার্চ) সরাসরি প্রচারিত হওয়া এক টেলিভিশন ভাষণে দেশটির প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রোঁ এই তৃতীয় দফা লকডাউনের ঘোষণা দেন।
এসময় প্রেসিডেন্ট জানান, আগামী শনিবার থেকে দেশে প্রয়োজনীয় দোকানপাট ছাড়া বাকি সব দোকানপাট বন্ধ থাকবে। যৌক্তিক কারণ ছাড়া বাসা থেকে ১০ কিলোমিটারের বেশি কেউ ভ্রমণ করতে পারবে না। এছাড়াও সময় স্কুলগুলো কমপক্ষে তিন সপ্তাহ বন্ধ রাখা এবং আগামী এক মাস দেশের ভেতরে ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেন তিনি।
তিনি আরও বলেন, এপ্রিল মাসটি আমাদের জন্য আরও কঠিন হবে। করোনা সংক্রমণের যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে এখনই যদি পরিস্থিতি মোকাবিলা না করা হয়, তাহলে তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। এছাড়াও ইস্টার সানডে উপলক্ষে যাতে গণজমায়েত না হয় সেজন্য দেশজুড়ে সন্ধ্যা ৭টা থেকে কারফিউ থাকবে। এসময় জনগণকে বাড়িতে থেকে কাজ করার আহ্বানও জানান তিনি।
সম্প্রতি দেশটিতে আবারও করোনার সংক্রমন আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। সরকারি হিসাব অনুযায়ী বুধবার একদিনেই সেখানে আক্রান্ত হয়েছেন ৫৯ হাজার মানুষ। আইসিইউতে রয়েছেন হাজার পাঁচেক রোগী। এখনও পর্যন্ত ফ্রান্সে আক্রান্ত রোগীর সংখ্যা কমপক্ষে ৪৬ লাখ। আর মারা গেছেন ৯৫ হাজার ৪৯৫ জন। এর প্রেক্ষিতে কয়েকদিন আগে দেশের কিছু এলাকায় লকডাউন দেয়া হয়েছিল। পরে বুধবারে সরকারের পক্ষ থেকে তা সারা দেশে বিস্তৃত করার ঘোষণা দেয়া হল।
সূত্র বিবিসি
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- দুপুরে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা
- কাউকে ঘরের বাইরে বের না হতে বলেছেন-আইজিপি
- লকডাউনে’ সব ব্যাংক বন্ধ থাকবে
- রংপুরে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের জন্য মোবাইল কোর্ট
আরসিএন ২৪বিডি.কম / ১এপ্রিল ২০২১