লালমনিরহাটের বুড়িমারীতে জুয়েল নামের এক ব্যক্তিকে হত্যা ও পোড়ানোর মামলার প্রধান আসামি আলী হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার ( ৭ নভেম্বর) ভোরে ভাটারা থানার কুড়িল-বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে ডিএমপির উপ কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,গোপন সংবাদে গোয়েন্দা পুলিশের বিশেষ টিম কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পরপরই তাকে ঢাকা থেকে লালমনিরহাটে পাঠানো হয়েছে।
উল্লেখ্য,গত ৩০ অক্টোবর পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে মসজিদে জুয়েল নামে এক ব্যক্তিকেকোরআন অবমাননার অভিযোগ তুলে পিটিয়ে ও পুড়িয়ে মারা হয় । নিহত জুয়েল রংপুর শহরের শালবন মিস্ত্রীপাড়ার আব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে। তিনি রংপুর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ এর লাইব্রেরিয়ান ছিলেন। কিছুদিন আগে মানসিক ভারসাম্যহীনতার কারণে তাকে চাকরি চলে যায়।
করোনা ভাইরাসের জন্য দীর্ঘ সাত মাস ১০ দিন বন্ধ থাকার পর বুধবার (২৮ অক্টোবর) থেকে পুনরায় চালু হচ্ছে বাংলাদেশ-ভারতের মধ্যকার ফ্লাইট।
মঙ্গলবার (২৭ অক্টোবর) কলকাতার সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে জানানো হয় , দমদম বিমানবন্দর সূত্রে খবর- বুধবার সকালেই ঢাকা থেকে কলকাতায় এসে নামবে যাত্রীবাহী প্লেন।
দেশজুড়ে লকডাউন জারি হওয়ার আগে, গত ১২ মার্চ থেকে বন্ধ রয়েছে কলকাতা-ঢাকার ফ্লাইট যোগাযোগ। ফের তা চালুর সিদ্ধান্তে স্বস্তিতে যাত্রীরা।
দমদম বিমানবন্দর সূত্রে জানা যায়, বুধবার সকাল ১০টা ১৫ মিনিটে ঢাকা থেকে যাত্রীবাহী ফ্লাইট নামবে দমদম বিমানবন্দরে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) থেকে দিল্লি ও চেন্নাই থেকে ঢাকাগামী ফ্লাইট যাতায়াত করবে। আপাতত ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট চলবে দু’দেশের মধ্যে। পরবর্তীকালে ইন্ডিগোসহ অন্যান্য এয়ারলাইন্স সংস্থার ফ্লাইট চালানো হতে পারে। খুব শিগগিরই সপ্তাহে সাতটি ফ্লাইট ঢাকা-কলকাতা আসা-যাওয়া করবে বলে জানা গেছে।
রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী, বাংলাদেশ থেকে যে সব যাত্রী কলকাতায় আসবেন, তাদের করোনা পরীক্ষার নেগেটিভ ফলাফল সঙ্গে থাকা বাধ্যতামূলক। আরটিপিসিআর টেস্ট করানোর পরই প্লেনে ওঠার ছাড়পত্র পাবেন কলকাতা আসতে চাওয়া যাত্রীরা। আর প্লেনে ওঠার আগে যাত্রীদের করোনা ফলাফল ওয়েবসাইটে দেওয়া বাধ্যতামূলক।
- শুক্রবার জান্নাতে বাজার বসে
- মিঠাপুকুরে গাঁজা গাছসহ গ্রেফতার ২
- রংপুরে নকল চিপস ও খাদ্যপণ্য তৈরি কারখানায় অভিযান
- রাজশাহী :ট্রাফিক পুলিশের সার্জেন্ট কে হামলার ঘটনায় একজন গ্রেফতার
- গৃহকর্মী রেখাকে ঠাকুরগাঁও থেকে গ্রেফতার
আরসিএন ২৪বিডি .কম / ২৮ অক্টোবর ২০২০
অনলাইন আপডেট : ২:০৭ এ এম / জি এমএম