আফগানিস্তানে হেলিকপ্টার বিধ্বস্ত ও সরকারি বাসে বোমা হামলার পৃথক ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। ওই দুই ঘটনায় আরও নয়জন আহত হয়েছেন।
বুধবার আফগানিস্তানের ওয়ার্দাক প্রদেশে উড্ডয়নের সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে নিরাপত্তা বাহিনীর নয় সদস্য নিহত হয়।
এছাড়া বৃহস্পতিবার দেশটির রাজধানী কাবুলে সরকারি কর্মকর্তাদের বহনকারী একটি গাড়িতে বোমা হামলায় চার সরকারি কর্মকর্তা নিহত হয়েছেন।
কোনও সংগঠনের পক্ষ থেকে এখন পর্যন্ত বাসে বোমা হামলার দায়ভার না নিলেও সরকারের পক্ষ থেকে তালেবানকে দোষারোপ করা হচ্ছে। তবে তালেবানের পক্ষ থেকে এই দাবি অস্বীকার করা হয়েছে।
সম্প্রতি সরকারি কর্মকর্তা, সুশীল সমাজের কয়েকজন ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের উপর হামলার ঘটনার প্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে এই দাবি করা হচ্ছে।
হেলিকপ্টার বিধ্বস্তের বিষয়টি আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে রয়টার্সকে নিশ্চিত করা হয়। তবে অন্য দুটি সূত্রের বরাতে সংবাদ সংস্থাটি জানায়, উড্ডয়নের সময় একটি রকেট হেলিকপ্টারটিকে আঘাত করে। যদিও এ ব্যাপারে কোনও সরকারি ভাষ্য পাওয়া যায়নি। খবর রয়টার্স।
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- দুপুরে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা
- কাউকে ঘরের বাইরে বের না হতে বলেছেন-আইজিপি
- লকডাউনে’ সব ব্যাংক বন্ধ থাকবে
- রংপুরে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণের জন্য মোবাইল কোর্ট
আরসিএন২৪বিডি.কম