লালমনিরহাটের বুড়িমারীতে জুয়েল নামের এক ব্যক্তিকে হত্যা ও পোড়ানোর মামলার প্রধান আসামি আলী হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার ( ৭ নভেম্বর) ভোরে ভাটারা থানার কুড়িল-বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুরে ডিএমপির উপ কমিশনার (মিডিয়া) ওয়ালিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান,গোপন সংবাদে গোয়েন্দা পুলিশের বিশেষ টিম কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পরপরই তাকে ঢাকা থেকে লালমনিরহাটে পাঠানো হয়েছে।
উল্লেখ্য,গত ৩০ অক্টোবর পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দরে মসজিদে জুয়েল নামে এক ব্যক্তিকেকোরআন অবমাননার অভিযোগ তুলে পিটিয়ে ও পুড়িয়ে মারা হয় । নিহত জুয়েল রংপুর শহরের শালবন মিস্ত্রীপাড়ার আব্দুল ওয়াজেদ মিয়ার ছেলে। তিনি রংপুর ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজ এর লাইব্রেরিয়ান ছিলেন। কিছুদিন আগে মানসিক ভারসাম্যহীনতার কারণে তাকে চাকরি চলে যায়।
টেলিভিশনের একসময়ের জনপ্রিয় অভিনেত্রী শমী কায়সার তৃতীয় বিয়ের করেছেন।
বরের নাম রেজা আমিন। তিনি পেশায় একজন ব্যবসায়ী।
পরিণয়ের আগে উভয়েই ভালো বন্ধু ছিলেন। সেই বন্ধুত্ব থেকেই একে অপরের প্রতি ভালো লাগা এবং বিয়ে। বিয়েতে দুই পক্ষের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন বলে শমী কায়সারের ঘনিষ্ট এক মিডিয়াকর্মী নিশ্চিত করেছেন।
শমী কায়সারের তৃতীয় বিয়ে এটি। এর আগে ১৯৯৯ সালে পশ্চিমবঙ্গের চিত্রনির্মাতা রিঙ্গোকে বিয়ে করেন শমী কায়সার। তাদের সংসারের স্থায়িত্ব ছিল দুই বছর। নানা কারণে তাদের মধ্যে দূরত্ব বেড়ে গেলে সেই বিয়ে ভেঙে যায়। এরপর শমী বিয়ে করেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আরাফাতকে।
আরসিএন ২৪বিডি. কম/ ১০ অক্টোবর ২০২০
- মন্ত্রীর স্ত্রী মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ
- মিঠাপুকুরে গাঁজা গাছসহ গ্রেফতার ১
- রংপুরে পলিটেকনিক শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে বিক্ষোভ
- রংপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে জেলা প্রশাসন
- তিন বিঘা করিডোর এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন
আপডেট সময়: ০৪:০৬ পিএম