বিনোদন ডেস্কঃ
অনুমতি ছাড়া ছেলে আরশ রহমানের খতনা করায় অভিনেতা সিদ্দিকুর রহমানের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন তার সাবেক স্ত্রী মডেল মারিয়া মিম।
শনিবার (১২ ডিসেম্বর) রাতে তিনি গুলশান থানায় সাধারণ ডায়েরি করেন (জিডি নম্বর ৮১৮, ১২/১২/২০)। স্ত্রী মারিয়া মিম গণমাধ্যমকে এ তথ্য জানান।
মারিয়া মিম বলেন, ‘আমাকে সিদ্দিক ফোন দিয়ে বলল, বাবুকে আজকে দাও, একটা বিয়ের প্রোগ্রামে যাব। বাবুকে সুন্দর করে রেডি করে ওকে দিলাম। একটু পরে ফোনে শুনতে পেলাম, বাবু কান্না করছে। আমি বললাম, কী হইছে? সিদ্দিক বলল, “ওরে তো সুন্নতে খতনা করালাম।” আমার ছেলের সুন্নতে খতনা, অথচ আমিই জানি না। এটা তো একটা ক্রাইম।’
মারিয়া মিম আরও জানান, যেখানে কোর্ট অর্ডার বাচ্চা মর্নিংয়ে যাবে এবং ইভিনিংয়ে চলে আসবে, জাস্ট থাকবে কিছুক্ষণ। আর সেখানে সে এত বড় ডিসিশন নিয়ে নেবে উইদাউট মাই পারমিশন?’
হেফাজত ইসলামের আল্লামা নূর হোসাইন কাসেমী মারা গেছেন
উল্লেখ্য, ২০১২ সালের ২৪ মে বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনের নাগরিক মারিয়া মিমকে বিয়ে করেন সিদ্দিক। ২০১৩ সালের ২৫ জুন তারা পুত্রসন্তানের বাবা-মা হন।
মেজর সিন্হা হত্যা : অভিযোগপত্র আদালতে জমা
আরসিএন ২৪ বিডি. কম / ১৩ ডিসেম্বর ২০২০
অনলাইন আপডেট : ২:২৭ পি এম