রংপুর : রংপুরে নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ, বাজারজাতকরণ ও বিক্রয় প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লক্ষ টাকা জরিমানা করেছে রংপুর জেলা প্রশাসন।

সোমবার (২১ ডিসেম্বর) বিকেলে রংপুর নগরীর সিটি বাজারে রংপুর জেলা প্রশাসন এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা মোবাইল কোর্ট পরিচালনা করেন। উক্ত অভিযান পরিচালনায় জেলা প্রশাসনকে র্যাব-১৩ ও পরিবেশ অধিদপ্তর সহযোগিতা করে।

এসময় সরকারি নির্দেশনা অমান্য করে পরিবেশ দূষণকারী নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ, বাজারজাতকরণ ও বিক্রির অপরাধে নয়টি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে রংপুরে জেলা প্রশাসন এর মোবাইল কোর্ট। একই সঙ্গে ৩ টন পলিথিনসহ পরিবেশের জন্য ক্ষতিকর বিপুল পরিমাণ পণ্য জব্দ করা হয়েছে।
- শুক্রবার জান্নাতে বাজার বসে
- মিঠাপুকুরে গাঁজা গাছসহ গ্রেফতার ২
- রংপুরে নকল চিপস ও খাদ্যপণ্য তৈরি কারখানায় অভিযান
- রাজশাহী :ট্রাফিক পুলিশের সার্জেন্ট কে হামলার ঘটনায় একজন গ্রেফতার
- গৃহকর্মী রেখাকে ঠাকুরগাঁও থেকে গ্রেফতার
উল্লেখ্য রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায় ।
আরসিএন ২৪ বিডি. কম / ২১ ডিসেম্বর ২০২০