রংপুর : রংপুর নগরীর কোতয়ালী এলাকা থেকে ৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মোঃ লাভলু মিয়া লালুকে (৪০) গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
সোমবার (২৫ জানুয়ারি ) রাত পৌনে নয়টার দিকে আরপিএমপি কোতয়ালী থানাধীন ১৭ নং ওয়ার্ডের দক্ষিণ খলিফাপাড়া এলাকা থেকে তাকে মাদকসহ গ্রেফতার করা হয় ।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী লালু রংপুর কোতয়ালী থানার ১৭ নং ওয়ার্ডের দক্ষিণ খলিফাপাড়া এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে ।

পুলিশ সূত্রমতে, রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার( ডিবি) উত্তম প্রসাদ পাঠক এর অপারেশন পরিকল্পনায়, এসআই (নিঃ) গোলাম মোর্শেদ, এসআই (নিঃ) মোঃ বাবুল ইসলাম, এসআই ( নিঃ) তছলিম উদ্দিন আহমেদ,এসআই ( নিঃ) নাজমুল ইসলাম, কং/৩৯৩ মোঃ আমিনুল ইসলাম, কং/৬৩৩ সুজন চন্দ্র সহ আরপিএমপি কোতয়ালী থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার বিশেষ অভিযান করে কোতয়ালী থানাধীন ১৭ নং ওয়ার্ডস্থ দক্ষিণ খলিফাপাড়াস্থ ধৃত আসামী লালুর বসতবাড়ীর ভিতর তল্লাশি করে আসামির নিকট থেকে সিগারেটের প্যাকেটের ভিতর বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় একটি বেনসন সিগারেটের প্যাকেটে বায়ুরোধক সাদা ৫ টি পলিথিনের ভিতরে রক্ষিত অবস্থায় ৫০০ শত পিস ইয়াবা ট্যাবলেট যাহার আনুমানিক মুল্য ১,৫০,০০০/- টাকা উপস্থিত সাক্ষীগণের সম্মুখে উদ্ধারমূলে জব্দ করা হয়।
- সৈয়দপুর পৌর নির্বাচনে সহিংসতায় নিহত ১, আহত ২
- পীরগঞ্জে বিপিডিএ এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
- পুলিশ ও ছাত্রদলের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে
- পঞ্চগড়ে সিলিন্ডার বিস্ফোরণে গুরুত্বর আহত ইউনুসের মৃত্যু
- রংপুরে ২ কেজি গাঁজাসহ গ্রেফতার ১
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরসিএন২৪বিডি.কম / এ এফ
অনলাইন আপডেট ১১:৩০ পিএম, ২৫ জানুয়ারি ২০২১