রংপুর : রংপুরে ১৬০০ পিস নকল স্টাম্প উদ্ধারসহ মোঃ হাসানুর রহমান নামে একজন আসামীকে গ্রেফতার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশ । হাসানুর রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের নৈশপ্রহরী।
রবিবার (৩১ জানুয়ারি ) দুপুরে রংপুর নগরীর কাচারীবাজার এলাকার বিআরটিএ কার্যালয় থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ হাসানুর রহমান (৪০) রংপুর নগরীর ১৮ নং ওয়ার্ডের মুন্সীপাড়া এলাকার মৃত মোসলেম উদ্দীনের ছেলে ।

বিডি পুলিশ সূত্রমতে, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মেট্রোপলিটন গোয়েন্দা বিভাগ(ডিবি) এর উপ- পুলিশ কমিশনার ডিবি কাজী মুত্তাকী ইবনু মিনান এর নির্দেশনায়, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার( ডিবি) উত্তম প্রসাদ পাঠক এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এর সহায়তায় কোতয়ালী থানাধীন কাচারীবাজারস্থ বিআরটিএ অফিসের সামনে ধৃত আসামী মোঃ হাসানুর রহমান এর চায়ের দোকান থেকে ১৬০০ পিস নকল স্টাম্প উদ্ধারসহ তাকে গ্রেফতার করা হয়।
- শাহবাগে শিক্ষার্থীদের বিক্ষোভ আটক ১০
- দিনাজপুরে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
- রংপুরে ৫ টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী গ্রেফতার
- রংপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
- রংপুরে ২টি নকল প্রসাধনি কারখানায় অভিযান
পরবর্তীতে,গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতয়ালী থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।
উল্লেখ্য যে রংপুর মেট্রোপলিটন পুলিশের সকল ধরনের অবৈধ কার্যক্রম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রনে আরপিএমপি গোয়েন্দা বিভাগ (ডিবি) টিমের অভিযান অব্যাহত থাকবে।
আরসিএন ২৪ বিডি. কম / ৩১ জানুয়ারি ২০২১
এ এফ