পঞ্চগড় : দিনাজপুরের হাকিমপুরে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত ঘর পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারনা করে ১৪ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রোস্তম আলী আকালু (৪২) নামে এক দালালকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন উপজেলা নিবার্হী অফিসার।
সোমবার (৫ এপ্রিল) সন্ধ্যায় হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন ।
- জেএমবি দুই সদস্যকে আটক-ঠাকুরগাঁও
- সবাইকে ঘরে বসে নববর্ষ উদযাপন করার পরামর্শ -প্রধানমন্ত্রী
- ‘শিশু বক্তা’ রফিকুল নিয়মিত পর্নো ভিডিও দেখতেন
- ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে ৬৯ জনের মৃত্যু
- বিশেষ প্রয়োজনে ব্যাংকিংসেবা খোলা থাকবে
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নুর-এ-আলম বলেন, উপজেলার খট্রা ইউনিয়নের চক ভবানী পুর গ্রামের দরিদ্র ভ্যান চালক ফেরদৌসকে প্রধানমন্ত্রীর দেওয়া জায়গাসহ একটি ঘর দেওয়ার কথা বলে একই এলাকার দক্ষিন মাধবপাড়া গ্রামের মৃত ওয়াকিল উদ্দিনের ছেলে রোস্তম আলী আকালু ১৪ হাজার টাকা নেয়। পরে আকালু টাকা নেয়ার বিষয়টি স্বীকার করায় তাকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয় এবং ১৪ হাজার টাকা ফেরতর আদেশ দেয়া হয়।
আরসিএন ২৪ বিডি.কম / ৬ এপ্রিল ২০২১