কুড়িগ্রাম : কুড়িগ্রামের রাজারহাটে বাবার সাথে অভিমান করে গলায় ফাঁস দিয়ে হিরা খাতুন(১৩) নামে ৭ম শ্রেণীর এক ছাত্রী আত্মহত্যা করেছে।
বৃস্পতিবার (১১ফেব্রুয়ারী) সকাল ১০ টার দিকে উপজেলার নাজিম খান ইউনিয়নের রাঘব এলাকায় এ ঘটনা ঘটে । এই ঘটনা ফেসবুকে ফাঁস করার অপরাধে দূর্বৃত্তরা অন্তর (২৫) নামের এক যুবককে বেধরক মারপিট করে আহত করেছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রমতে, রাজারহাটের নাজিমখান ইউনিয়নের রাঘব মৌজার হারুন মিস্ত্রির মেয়ে ৭ম শ্রেণীর ছাত্রী হিরা আজ সকাল সাড়ে ১০টা দিকে বাবার সাথে অভিমান করে শয়ন ঘরের তীরের সাথে গলায় দঁড়ি দিয়ে আত্মহত্যা করে। এরআগে গতকাল রাতে পারিবারিক কলহের জের ধরে তার বাবা-মায়ের সাথে অভিমান করলে আজ সকালে বাবা হারুন মিস্ত্রি তার মেয়ে হিরা খাতুনকে মারপিট করে। তাই বাবার সঙ্গে অভিমান করে হিরা গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে বলে জানান প্রতিবেশীরা।
- রংপুরে ৪৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
- হারাগাছ পৌরসভা নির্বাচনে বিজয়ী হলেন স্বতন্ত্রপ্রার্থী
- সৈয়দপুর পৌর নির্বাচনে সহিংসতায় নিহত ১, আহত ২
- পীরগঞ্জে বিপিডিএ এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
- পুলিশ ও ছাত্রদলের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রাজু সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করা হয়েছে ।এটি আত্মহত্যা সে বিষয়ে নিশ্চিত হওয়া গিয়েছে । এদিকে হিরা খাতুনের আত্মহত্যার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করায় সাইদুর নামের দূর্বুত্তরা এক যুবককে বেধরক মারপিট করে আহত করেছে বলে অভিযোগ উঠেছে।
আরসিএন ২৪ বিডি. কম / ১১ ফেব্রুয়ারী ২০২১