নীলফামারী : নীলফামারীতে ৫০০ বোতল ফেন্সিডিলসহ একজন মাদককারবারীকে গ্রেফতার করেছে র্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ ক্যাম্পের সদস্যরা।
গত শুক্রবার(৫ ফেব্রুয়ারী) রাত ৯টার দিকে পাবর্তীপুরের ফুলবাড়ি-দিনাজপুর সড়কের বেজাই বাজার এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিল জব্দসহ মাদককারবারীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হাফিজুর রহমান (৩১) দিনাজপুর জেলার চিরিরবন্দরের কৃষ্ণপুর এলাকার মৃত আলাউদ্দিন মোল্লার ছেলে।

- রংপুরে ৪৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
- হারাগাছ পৌরসভা নির্বাচনে বিজয়ী হলেন স্বতন্ত্রপ্রার্থী
- সৈয়দপুর পৌর নির্বাচনে সহিংসতায় নিহত ১, আহত ২
- পীরগঞ্জে বিপিডিএ এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
- পুলিশ ও ছাত্রদলের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে
র্যাব-১৩ সূত্রমতে, গতকাল রাত ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১৩ নীলফামারীর ক্যাম্পের একটি অভিযানিক দল পাবর্তীপুরের ফুলবাড়ি-দিনাজপুর সড়কের বেজাই বাজার এলাকায় অভিযান চালিয়ে পাঁচশত বোতল ফেন্সিডিল সহ মাদককারবারী হাফিজুর রহমানকে গ্রেফতার করে।
র্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মুন্না বিশ্বাস আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হাফিজুর রহমান মাদককারবারীর সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। পরবর্তীতে তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরর পর পাবর্তীপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আরসিএন ২৪ বিডি. কম / ৬ ফ্রেব্রুয়ারী ২০২১
এ এফ