রংপুর : রংপুরে স্বাস্থ্যবিধি মানাতে নগরীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিনা করে জরিমানা করেছে রংপুর জেলা প্রশাসন ।
মঙ্গলবার ( ১ ডিসেম্বর )জেলা প্রশাসন, রংপুর ও সিটি কর্পোরেশন এর ৪ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে র্যাব-১৩ ও মেট্রোপলিটন পুলিশ এর সহযোগিতায় রংপুর নগরের বিভিন্ন এলাকায় করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানাতে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
এসময় স্বাস্থ্যবিধি না মানার দায়ে ২৫ টি মামলায় মোট ৬,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে সচেতনতামূলক প্রচারণা কার্যক্রম পরিচালনা করা হয় এবং রংপুর জেলা প্রশাসন এর পক্ষ থেকে রেডক্রিসেন্ট, রোভার ও স্কাউটস স্বেচ্ছাসেবীদের মাধ্যমে মাস্কবিহীন ব্যক্তিদের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
- মুক্তিযুদ্ধের প্রথম শহীদ স্মরণে শঙ্কু দিবস পালন
- ২৪ ঘণ্টায় ০৫ জনের মৃত্যু
- অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে অপহৃত ব্যবসায়ী উদ্ধার
- রংপুরে ভেজাল খাবার প্রতিরোধে অভিযান
- গাছ পড়ে যুবক নিহত-আদিতমারী
বৈষিক মহামারি করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ সংক্রামন ঠেকাতে জেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে ।
আরসিএন ২৪ বিডি. কম / ১ ডিসেম্বর ২০২০
এ এফ