রংপুর : রংপুর মেট্রোপলিটন এলাকার ৬ থানায় প্রতিমাসে গড়ে ১২৫ টি মামলা হয়েছে। মাসে গড়ে ২৯০ জন আসামী গ্রেফতার হয়েছে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাঃ আবদুল আলিম মাহামুদ।
বুধবার (৬ জানুয়ারি ) দুপুর ১২ টায় মেট্রোপলিটন পুলিশের কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।

সংবাদ সম্মেলনে মোহাঃ আবদুল আলিম মাহামুদ জানান, গত এক বছরে রংপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের ৩ টি জোনের অধীন ৬ থানায় মোট ১ হাজার ৫০৮ টি মামলা হয়েছে। এর মধ্যে ১ হাজার ৪১০ টির অভিযোগপত্র এবং ১০৩টির ফাইনাল রিপোর্ট দেয়া হয়েছে। মামলার তদন্ত সমাপ্ত করে নিষ্পত্তি করাসহ ৩ হাজার ৪৭৮ জন আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গত বছরে ৬ টি থানায় মোট ৩ হাজার ৮৪৭ জিআর ওয়ারেন্ট, ২ হাজার ৬০ সিআর ওয়ারেন্ট ও ১৯৬৬ সাজা ওয়ারেন্ট (জিআর ও সিআর) নিষ্পত্তি করা হয়েছে। এছাড়াও আইন-শৃঙ্খলা রক্ষা ও উদ্ভূত নানা ধরণের আইনগত সমস্যা প্রতিকারের লক্ষ্যে মোট ২ হাজার ২৯৯ নন এফআই আর প্রসিকিউশন দাখিল করা হয়েছে।
মাদক সংক্রান্ত মামলা হয়েছে ৫৬৭ টি এবং বিপুল পরিমান মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এর মধ্যে ১১ হাজার ১৮৩ পিছ ইয়াবা, গাঁজা৩৫৫ দশমিক ৬৬ কেজি,১৯৬ দশমিক ৯২ গ্রাম হেরোইন, ৭৯০ বোতল ফেন্সিডিল, ২৬৯ লিটার চোলাই মদ, ১৮৫ লিটার স্পিরিট, ৫ হাজার ৩০০ লিটার ওয়াস , বিদেশী মদ১৪ লিটার উদ্ধার করা হয়। এসবের আনুমানিক মূল্য ১ কোটি ১৯ লাখ ৯৪ হাজার ২০০ টাকা। খুনসহ ১৯ চাঞ্চল্যকর মামলাসহ কিছু ক্লুলেস ঘটনার রহস্য উদঘাটন করেছে।

এছাড়া গত এক বছরে রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের ২ টি জোনের অধীনে ৪৮ হাজার ১৪টি মামলা করে ২ কোটি ২১ লাখ ৫ হাজার ১৫০ টাকা জরিমানা আদায় করেছে। করোনাকালীন সময়ে রংপুর মহানগরী ও রংপুর বিভাগের বিভিন্ন জেলা হতে করোনা ভাইরাস নিয়ে গুজব ছড়ানোর অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়।
এছাড়াও অবৈধভাবে সংরক্ষণ করা টিসিবি ও ওএমএস পণ্য উদ্ধার করে ৭ টি নিয়মিত মামলা ও ৩ টি মোবাইল কোর্ট এর মাধ্যমে ১৩ হাজার ৪৫৬ লিটার সয়াবিন তেল, ১ হাজার ৫৫০ কেজি চিনি,৫০ কেজি ডাল,১ হাজার ৫৩০ চাল কেজি এবং ২৮৮ কেজি পেয়াজ উদ্ধার করা হয়। যার মূল্য ১৫ লাখ টাকার বেশি।
অপর দিকে,গোয়েন্দা বিভাগ মহানগরী এলাকার ২২ টি মেডিকেল, ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিক এ অভিযান পরিচালনা করে ৬ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এবং ভুয়া ডাক্তার গ্রেফতার করা হয়।
এছাড়াও মেডিকেল, ডায়াগনস্টিক সেন্টার এবং ক্লিনিক এ অভিযান চালিয়ে প্রায় ১২০ জন দালাল চক্রের সদস্য গ্রেফতার করা হয় বিআরটিএ এবং পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে প্রায় ৩৫ জন দালাল চক্রের সদস্য গ্রেফতার করা হয়।
- বাংলাদেশে প্রথম করোনার টিকা নিয়েছেন নার্স রুনু
- পীরগঞ্জে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
- রংপুরে নকল সার তৈরির কারখানায় অভিযান
- বিরলে ট্রাক চাপায় ৩ জন মোটরসাইকেল আরোহী নিহত
- রোগীদের অমানবিক নির্যাতনের অভিযোগে বিক্ষোভ
উক্ত সংবাদ সম্মেলনে, পুলিশ কমিশনার সাংবাদিকদের সাথে মতবিনিময় করা সহ নানা রকম প্রশ্নের উত্তর দেন এবং রংপুর মেট্রোপলিটন এলাকার বিভিন্ন সমস্যার বিষয়ে আলোচনা করেন ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আরপিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মহিদুল ইসলাম, উপ-পুলিশ কমিশনার (অপরাধ) আবু মারুফ হোসেন, উপ-পুলিশ কমিশনার আবু সায়েম, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মেনহাজুল আলম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি ও মিডিয়া) উত্তম প্রসাদ পাঠক প্রমুখসহ আরও অনেকেই।
আরসিএন ২৪ বিডি. কম / ৬ জানুয়ারি ২০২১
এ এফ