রংপুর : রংপুরে চলতি বছরে ৭৭২টি সফল অভিযান পরিচালনা করে বিপুল পরিমান মাদক, অস্ত্র, জঙ্গি, মাদক ব্যবসায়ী,প্রতারকসহ বিভিন্ন অপরাধে সাড়ে ৬’শ বেশি অপরাধীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১৩ ।
র্যাব-১৩ সূত্রমতে, চলতি বছরের জানুয়ারি মাস থেকে ২৫ ডিসেম্বর তারিখ পর্যন্ত বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করে ৬৫৭ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে ।
গ্রেফতারকৃত ৬৫৭ জন আসামির মধ্যে ২৫ জন জঙ্গি, ৩ জন অস্ত্রধারি সন্ত্রাসী, ৫১৭ জন মাদক ব্যবসায়ী, ১০ জন প্রতারক, এজাহারভুক্ত আসামী ৭২ জন, অপহরণকারি ৫ জন, চাঞ্চল্যকর হত্যাকারি ১ জন, ধর্ষক ৩ জন, অন্যান্য ১৬ জনকে গ্রেফতার করেন। এছাড়া সরকারি কর্মচারিদের ওপর হামলার অভিযোগে ৫ জনকে গ্রেফতার করা হয়।
- বাংলাদেশে প্রথম করোনার টিকা নিয়েছেন নার্স রুনু
- পীরগঞ্জে বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার
- রংপুরে নকল সার তৈরির কারখানায় অভিযান
- বিরলে ট্রাক চাপায় ৩ জন মোটরসাইকেল আরোহী নিহত
- রোগীদের অমানবিক নির্যাতনের অভিযোগে বিক্ষোভ
এসময় রংপুর র্যাব-১৩, ০২টি বিদেশী পিস্তল, ০৪টি ওয়ান শুটার গান, ০৭ রাউন্ড গুলি ছাড়াও ৪৪৩৪৩ পিস ইয়াবা, ১৭৮০২ বোতল ফেন্সিডিল, ১৩২২.৩১৪ কেজি গাঁজা, ৪৪ গ্রাম হেরোইন, ৩১৬ লিটার দেশী মদ, ১৯ বোতল বিদেশী মদ, ০৩ ক্যান বিয়ার, ১১৪১ পিস নেশাজাতীয় ইনজেকশন এবং ৪১৭১ পিস নেশা জাতীয় ট্যাবলেট উদ্ধার করে।
এই এক বছরে ১৯২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৭৭ লাখ ৬২ হাজার ২৩৫ টাকা এবং ১ জনকে জেল হাজতে পাঠানো হয়। এছাড়া বেশকিছু স্বর্ণ, ট্রাক, কার,মোটর সাইকেল, জিহাদী বই, লিফলেট, মোবাইল ফোন, সীমকার্ড, নগদ টাকা, মেমোরিকার্ড, চাপাতি, হাসুয়া, টাইলস, যৌন উত্তেজক ওষুধ উদ্ধার করা হয়।
চলতি এই বছরে করোনাকালীন সময়ে জনসেবামূলক সাফল্যের মধ্যে র্যাব-১৩ এর দায়িত্বপূর্ণ এলাকায় র্যাব-১৩ এর নিজস্ব অর্থায়নে ১০,০০০ কেজি চাউল, ১,০০০ কেজি ডাল, ১,০০০ কেজি তৈল, ৫,০০০ কেজি আলু, ১,০০০ কেজি পিয়াজ, ৫০০ কেজি রসুন, ১০০ কেজি মরিচ, ২৫০ কেজি আদা, ১০০ কেজি হলুদ, ১,০০০ কেজি লবন, ১,০০০টি সাবান ত্রাণ সামগ্রী দুস্থ মানুষদের মাঝে বিতরণ করা হয়।
উল্লেখ্য, এই চলতি বছরে র্যাব-১৩ এর দায়িত্বপূর্ণ এলাকায় নিজস্ব অর্থায়নে গৃহীত নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে জনসাধারণের মাঝে ১০,০০০টি মাস্ক, ৫,০০০টি গ্লাভস এবং ১৫০০টি হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়। বিভিন্ন সরকারী/বেসরকারী সংগঠনের দেয়া ত্রাণ সামগ্রী জনগনের মধ্যে সঠিকভাবে বিতরণে র্যাব-১৩ নিরলস ভাবে দায়িত্ব পালন করেছে। করোনার ভয়াবহতা সম্পর্কে জনগনের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার স্থাপন করা ও করোনার ভয়াবহতা সম্বলিত প্লেকার্ড জনগনের মাঝে বিতরণ করা হয়। এছাড়াও, অতিরিক্ত টহল প্রদানের মাধ্যমে করোনাকালীন সময়ে লকডাউন এবং জনসাধারণের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা নিশ্চিত করা হয়।
র্যাব-১৩ এর অধিনায়ক রেজা আহমেদ ফেরদৌস (এস) বিএন জানান, র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে অপরাধ দমনে তৎপর রয়েছে। জঙ্গি, মাদকসহ অন্যান্য অপরাধ দমনে র্যাব সদস্যরা আরো উল্লেখযোগ্য ভুমিকা পালন করবে।
আরসিএন ২৪বিডি. কম / ৩১ ডিসেম্বর ২০২০
এ এফ