রংপুরের গঙ্গাচড়ায় করোনা ভাইরাসের টিকা নিতে আসা সাধারণ মানুষের নিবন্ধনে সহায়তা করছে কালের কণ্ঠ শুভসংঘের গঙ্গাচড়া শাখার বন্ধুরা। উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে বুথ স্থাপন করে লাইনে থাকা লোকজনের জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নিবন্ধন করে টিকা নিতে সহায়তা করছেন তারা।
১৩ ফেব্রুয়ারি শনিবার দুপুরে সাধারণ মানুষের করোনা টিকা নিবন্ধনে সহায়তাকালে শুভসংঘের বুথে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসিফ ফেরদৌস, ডা. সালমা খাতুন, গঙ্গাচড়া শুভসংঘের উপদেষ্টা আব্দুল আখের মিঞা, আব্দুল বারী স্বপন, মোফাক খায়রুল ইসলাম, রায়হান কবির, তুহিন ইসলাম, মেরাজুল ইসলাম, শাকিল আহমেদ, মিল্লাত হোসাইন, আল্পনা রিতু, ফারজানা আক্তার নওরিন, আয়শা সিদ্দিকা এবং কালের কণ্ঠের রংপুর ব্যুরো প্রধান ও কেন্দ্রীয় শুভসংঘের জ্যেষ্ঠ সহসভাপতি স্বপন চৌধুরী।
এ সময় স্বাস্থ্য কর্মকর্তা ডা. আসিফ ফেরদৌস বলেন, অজ্ঞতাসহ নানা জটিলতায় এমনিতে সাধারণ মানুষজন করোনা টিকা নিতে কম আগ্রহী। তার ওপর নিবন্ধন জটিলতা তো আছেই।
সেক্ষেত্রে কালের কণ্ঠ শুভসংঘের বন্ধুদের নিবন্ধন সংক্রান্ত সহায়তায় বেশ সাড়া পড়েছে। এই কাজকে শুভসংঘের শুভ কাজে সবার পাশে থাকার একটি উজ্জল দৃষ্টান্ত বলে উল্লেখ করেন তিনি।
আরসিএন ২৪বিডি. কম / জিএমএম
১৩ ফেব্রুয়ারি ২০২১