দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। ফলে দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ হাজার ৩৪৯ জনে।
এছাড়াও এই ভাইরাসে আরও ৩২৭ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে শনাক্ত হয়েছে ৫ লাখ ৪৩ হাজার ৩৫১ জনে।
রবিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফরত থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তি থেকে দেশের করোনা পরিস্থিতির সর্বশেষ এ তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একদিনে আরও ৪৭৫ জন সুস্থ হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন চার লাখ ৯১ হাজার ৩৬৭ জন।
গত বছরের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। এর মধ্যে ওই বছরের ৫ নভেম্বর মৃত্যুর সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। একদিনে সর্বোচ্চ ৬৪ জনের মৃত্যুর খবর আসে ৩০ জুন।
আরসিএন ২৪বিডি. কম, জিএম
অনলাইন আপডেট : ৫:১১ পিএম, ২১ ফেব্রুয়ারি