রংপুর ( পীরগঞ্জ ) : রংপুরের পীরগঞ্জে বিভিন্ন এলাকার ৩ টি অবৈধ ইট ভাটায় অভিযান পরিচালনা করেছে র্যাব-১৩।
বুধবার (২৭ জানুয়ারি ) দুপুরে রংপুর জেলার পীরগঞ্জ থানার বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে অবৈধভাবে ইট ভাটা স্থাপন ও পরিচালনা করার অপরাধে সর্বমোট ১৬ (ষোল লক্ষ) টাকা জরিমানা করা হয় ।
র্যাব-১৩ সূত্রমতে,রংপুর জেলা প্রশাসন এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও র্যাব-১৩ এর সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দলের যৌথ অভিযানে বুধবার দুপুরে রংপুর জেলার পীরগঞ্জ থানার বিভিন্ন এলাকা অভিযান চালিয়ে অবৈধভাবে ইট ভাটা স্থাপন ও পরিচালনা করার অপরাধে রংপুর এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রোজিনা আক্তার ০৩ জন ব্যবসায়ীকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ১৫(১), ১৫(২) ও ১৮(২) ধারা মোতাবেক জরিমানা করে ।
- রংপুরে ৪৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২
- হারাগাছ পৌরসভা নির্বাচনে বিজয়ী হলেন স্বতন্ত্রপ্রার্থী
- সৈয়দপুর পৌর নির্বাচনে সহিংসতায় নিহত ১, আহত ২
- পীরগঞ্জে বিপিডিএ এর সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
- পুলিশ ও ছাত্রদলের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছে
ব্যবসায়ীরা হলেন, রংপুর পীরগঞ্জের গোপীনাথধর এলাকার মৃত মিয়া উদ্দিনের ছেলে মোঃ নুর আলম যাদুকে ৭,০০,০০০/- (সাত লক্ষ) টাকা জরিমানা এবং অনাদায়ে ০১ (এক) মাসের বিনাশ্রম কারাদন্ড, রংপুর পীরগঞ্জের খিরার পাড়া এলাকার আলহাজ আফজাল হোসেনের ছেলে মোঃ আবু রায়েল মিয়াকে ৬,০০,০০০/- (ছয় লক্ষ) টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড ও রংপুর পীরগঞ্জের হিলি এলাকার নওয়াব আলী সরকারের পুত্র মোঃ লেলিন সরকারকে ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা জরিমানা এবং অনাদায়ে ১৫(পনের) দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। সর্বমোট জরিমানা হয় ১৬,০০,০০০/-(ষোল লক্ষ) টাকা।
দীর্ঘদিন ধরে এই ইটভাটাগুলো পরিবেশ অধিদপ্তর এর ছাড়পত্র ছাড়া ইট তৈরি করে আসছে। এসময় তারা তাদের কোন প্রকার বৈধ কাগজ পত্র প্রদর্শন করতে পারে নাই ।
আরসিএন ২৪ বিডি. কম / ২৮ জানুয়ারি ২০২১
এ এফ