রংপুর : রংপুরের মিঠাপুকুরে বিশেষ অভিযান চালিয়ে গাঁজা গাছসহ একজন আসামীকে গ্রেফতার করেছে মিঠাপুকুর থানা পুলিশ ।
রবিবার (১৭ জানুয়ারি) মিঠাপুকুর থানা পুলিশ বিশেষ অভিযানে মাদক সহ খতিউল্লাহ্ ওরফে খতিবকে গ্রেফতার করে ।
পুলিশ সূত্রমতে, মিঠাপুকুর থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে রংপুরের মিঠাপুকুরের খদ্দঝলাই এলাকার মৃত গরীবুল্লাহর ছেলে খতিউল্লাহ্ ওরফে খতিব (৫৫)কে একটি গাজা গাছসহ হাতেনাতে গ্রেফতার করে।
পরবর্তীতে গ্রেফতারকৃতর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।
আরসিএন ২৪ বিডি. কম / ১৭ জানুয়ারি ২০২১
এ এফ