নীলফামারী : নীলফামারীর কিশোরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টর উল্টে ট্রাক্টর চালক তারিকুল ইসলাম (২৩) নিহত হয়েছে।
গতকাল শনিবার (২৩ জানুয়ারি ) বিকেলে রণচন্ডী ইউনিয়নের সোনাকুড়ির দোলায় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত তারিকুল ইসলাম ইউনিয়নের সোনাকুড়ি মাঝাপাড়া গ্রামের মহির উদ্দিনের ছেলে।
- মুক্তিযুদ্ধের প্রথম শহীদ স্মরণে শঙ্কু দিবস পালন
- ২৪ ঘণ্টায় ০৫ জনের মৃত্যু
- অপহরণের ২৪ ঘণ্টার মধ্যে অপহৃত ব্যবসায়ী উদ্ধার
- রংপুরে ভেজাল খাবার প্রতিরোধে অভিযান
- গাছ পড়ে যুবক নিহত-আদিতমারী
স্থানীয় সূত্রমতে, সোনাকুড়ির দোলায় জমি চাষ শেষে ট্রাক্টরটি রাস্তায় ওঠানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় চালক তারিকুল ইসলাম ওই ট্রাক্টরের নিচে চাপা পড়ে গুরুতর আহত হলে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
রণচন্ডী ইউপি চেয়ারম্যান মোখলেছুর রহমান বিমান মর্মান্তিক এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
আরসিএন ২৪ বিডি. কম / ২৪ জানুয়ারি ২০২১
এ এফ